তাঁর প্রচারের অঙ্গিভঙ্গি সম্পূর্ণ আলাদা। মানুষকে তাঁর প্রচারের দিকে আকৃষ্ট করার জন্য তিনি নিজেই বহুরূপী সেজে পথনাটিকার মধ্য দিয়ে বাল্যবিবাহ রোধের প্রচেষ্টা চালান। শিক্ষকতার পেশা করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা দায়িত্ব মনে করেই এই শিক্ষক এমন পথ বেছে নিয়েছেন। এই শিক্ষক হলেন হুগলির খানাকুলের মাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায়।
advertisement
আরও পড়ুন: বাসের মুখোমুখি হেলমেটহীন বেপরোয়া বাইক, দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু কোচবিহারে
তিনি এই ভাবেই দীর্ঘদিন ধরে বহুরূপী সেজে গ্রামে গ্রামে ঘুরে বাল্যবিবাহ কতটা ক্ষতিকারক সেই প্রচার করেন এবং এই বাল্যবিবাহ রোধে বিভিন্ন জায়গায় ছুটে যান। সম্প্রতি এই শিক্ষককে দেখা যায় বীরভূমের তারাপীঠে এসে প্রচার চালাতে। শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায় 'গোলাপ সুন্দরী' নামে বহুরূপী বেশে নিজেকে সজ্জিত করেন। এই বহুরূপী বেশ ধরার জন্য তাকে জোড়া তালি দেওয়া বিভিন্ন পোশাক পরতে হয়।
আরও পড়ুন: পাচারের আগেই উদ্ধার লক্ষ লক্ষ টাকার বিদেশি পাখি, গ্রেফতার ১
গায়ে কপালে রং, হাতে বালা এসব পরেই থালা বাজিয়ে তিনি বাল্যবিবাহ রোধের জন্য প্রচার করেন। তারাপীঠে এসে তাকে এবার দেখা যায় সেই বহুরূপী পোশাকেই ব্যানার হাতে বাল্যবিবাহ রোধের প্রচার চালাতেন। দেবাশিস বাবু জানিয়েছেন, আগের তুলনায় এখন বাল্যবিবাহ অনেক কমে গেলেও গ্রামগঞ্জে এখনো পর্যন্ত নাবালিকাদের বিবাহ দেওয়ার প্রবণতা রয়েছে। নাবালিকাদের বিয়ে দেওয়া কতটা ক্ষতিকর সেই বিষয়টিকেই প্রত্যেকের মধ্যে তুলে ধরে বাল্যবিবাহ কমানোই হল তার লক্ষ্য।
স্কুলের শিক্ষকদের সমাজ গড়ার কারিগর বলা হয়ে থাকে। এক্ষেত্রে দেবাশীষ বাবু একটি স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করার পাশাপাশি যেভাবে বাল্যবিবাহ রোধের জন্য নিজের আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাতে আদর্শ সমাজ গড়ার কারিগর যে তিনি তা নিয়ে কোন সন্দেহ নেই।
মাধব দাস