Cooch Behar News: বাসের মুখোমুখি হেলমেটহীন বেপরোয়া বাইক, দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু কোচবিহারে
Last Updated:
বেসরকারি যাত্রী বোঝাই বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে এক বাইক আরোহীর। (Cooch Behar News)
#কোচবিহারে: কোচবিহারে প্রতিদিন পথ দুর্ঘটনা ঘটেই চলেছে। এদিন সকাল দশটা নাগাদ কোচবিহার থেকে মাথাভাঙ্গার দিকে যাওয়া এক বেসরকারি যাত্রী বোঝাই বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে এক বাইক আরোহীর। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গেই মৃত্যু হয়েছে বাইক আরোহীর!
এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম গৌরশংকর সাহা। ওই ব্যক্তির বাড়ি মাথাভাঙ্গা পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডে। তিনি বাইক নিয়ে মাথাভাঙ্গা থেকে কোচবিহারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। মাথায় হেলমেট না থাকাতেই এত বড় দুর্ঘটনা। তিনি রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকা দোলং মোড় এলাকায় একটি যাত্রী বোঝাই গাড়ির সামনে গিয়ে সজোরে ধাক্কা মারেন। এবং তৎক্ষণাৎ ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।
advertisement
আরও পড়ুন: থিম বিশ্বরূপেণ সংস্থিতা, আস্ত প্যান্ডেল কোন্নগড় থেকে উড়ে যাবে ক্যালিফোর্নিয়া!
ঘোকসাডাঙ্গা থানা সূত্রে খবর, দুর্ঘটনা কবলিত বাইক ও বাসটিকে বর্তমানে ঘোকসাডাঙ্গা থানায় নিয়ে যাওয়া হয়েছে। এবং মৃত ওই ব্যক্তির দেহ ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী প্রশান্ত বর্মন জানান, "দোলং মোড় এলাকায় কোচবিহারের গাড়িতে ওঠার জন্য দাঁড়িয়েছিলাম। আচমকাই চোখের সামনে এই দুর্ঘটনাটি ঘটে যায়। ঘটনাস্থলেযারা ছিলেন তারা দ্রুত ঘোকসাডাঙ্গা থানার পুলিশকে ফোন করেন এবং অ্যাম্বুলেন্সকেও ফোন করা হয়। তবে সেই ব্যক্তিকে বাঁচানো সম্ভব হয়নি তিনি ঘটনাস্থলেই মারা যান।"
advertisement
advertisement
আরও পড়ুন: পাচারের আগেই উদ্ধার লক্ষ লক্ষ টাকার বিদেশি পাখি, গ্রেফতার ১
হেলমেট ছাড়া বেপরোয়া ভাবে বাইক চালানোর সময় বাইক দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে। তারপরও সাধারণ মানুষের হুঁশ ফিরছে না। স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বাইক আরোহীদের জন্য। এছাড়া যারা হেলমেট না পড়ে বাইক চালান তাদের জন্য জরিমানারও বৃদ্ধি করা হয়েছে। তবু প্রতিনিয়তই ঘটে চলেছে এ ধরনের বাইক দুর্ঘটনা।
advertisement
সার্থক পন্ডিত
Location :
First Published :
August 22, 2022 3:25 PM IST