কিছুদিন আগে জেলার কোর কমিটির বৈঠকে অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূলের দুবরাজপুরের ব্লক সভাপতি ভোলানাথ মিত্রকে পদ থেকে সরানো হয়। ওই ব্লক পরিচালনার জন্য একটি ১৫ জনের কমিটি গঠন করা হয়। সেই কমিটিকে নিয়েই শুক্রবার বৈঠক করেন শতাব্দী রায়।
আরও পড়ুন: ‘সবচেয়ে রক্তাক্ত পঞ্চায়েত ভোট দেখবে বাংলা’, বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর, তোলপাড় রাজ্য
advertisement
যদিও সেখানে প্রাক্তন ব্লক সভাপতিকে দেখা যায়নি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে শতাব্দী রায় বলেন, ‘এখানে কোর কমিটিতে ১৫ জন কিন্তু একসঙ্গে আছে। এখন দু -একজন যদি মনে করে যে দু তিনজন লোক নিয়ে আলাদা গ্রুপ তৈরি করবেন তাহলেও এদের সমান হতে পারবেন না। আমার সমর্থনও এদের সঙ্গে থাকবে। তাই বুদ্ধিমান হলে এই স্রোতেই ভাসবেন। উল্টো স্রোতে যাওয়ার চেষ্টা করবেন না।’
advertisement
Subhadip Pal
Location :
Kolkata,West Bengal
First Published :
June 10, 2023 6:43 PM IST