Suvendu Adhikari| Panchayat Election 2023|| 'সবচেয়ে রক্তাক্ত পঞ্চায়েত ভোট দেখবে বাংলা', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর, তোলপাড় রাজ্য

Last Updated:

Suvendu Adhikari: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার প্রতি ফের একবার গর্জে উঠলেন শুভেন্দু অধিকারী।

কলকাতা: সকাল দিন দেখায়! পঞ্চায়েত ভোটে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রথম দিনেই মুর্শিদাবাদ রক্তাক্ত হওয়ার ঘটনায় এমনটাই নিজের ট্যুইটার প্রথম লাইনে উল্লেখ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার প্রতি ফের একবার গর্জে উঠলেন শুভেন্দু অধিকারী।
‘রাজ্য পুলিশ বাংলার মানুষকে নিরাপত্তা দিতে পারবে না’, শুক্রবার মুর্শিদাবাদ জেলার খড়গ্রামে পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র জমার শুরুতেই খুনের ঘটনায় শুভেন্দু অধিকারী ট্যুইটে কার্যত উদ্বেগ প্রকাশ করে বলেন, “পঞ্চায়েত ভোট প্রক্রিয়া সবে শুরু হয়েছে। তার প্রথম দিনেই রক্ত ঝরল বাংলায়। রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে অশুভ আঁতাত, সরকার এবং কমিশনের কায়েমি স্বার্থের কারণে সবে তো শুরু হল। এ বারের পঞ্চায়েত ভোটে সবচেয়ে খারাপ রক্তপাত দেখবে বাংলার মানুষ।”
advertisement
advertisement
বলাবাহুল্য, মুর্শিদাবাদের খড়গ্রামে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় কংগ্রেস কর্মীর। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র জমার প্রথম দিনেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক কংগ্রেস কর্মীর। অভিযোগের তির শাসক দলের দিকে। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত রতনপুর নলদীপ গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতের নাম ফুলচাঁদ শেখ। তিনি স্থানীয় কংগ্রেস কর্মী হিসাবেই পরিচিত।
advertisement
ফুলচাঁদ ছিলেন পরিযায়ী শ্রমিক। কেরলে কর্মরত। ১০ দিন আগেই বাড়ি ফিরেছিলেন। শুক্রবার সন্ধ্যায় গ্রামেই তাস খেলছিলেন। তৃণমূলীরা আচমকাই তাঁর উপর সশস্ত্র হামলা চালায় বলে অভিযোগ। আর পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে মনোনয়নপত্র জমার প্রথম দিনেই এই খুনের ঘটনায় রাজনৈতিক তরজা শুরু।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari| Panchayat Election 2023|| 'সবচেয়ে রক্তাক্ত পঞ্চায়েত ভোট দেখবে বাংলা', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর, তোলপাড় রাজ্য
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement