Mira Road Murder | Mumbai Murder: অসহ্য পচা গন্ধে মরা ইঁদুরের খোঁজ শুরু করেছিল ফ্ল্যাটের লোকেরা, তারপরেই যা সামনে এল... বীভৎস!

Last Updated:

মনোজ জানিয়েছে, সরস্বতী নাকি তাঁর মেয়ের মতো ছিলেন৷ কিন্তু, বরাবরই তাঁকে সন্দেহ করত সে৷ সম্প্রতি দশমের এসএসসি পরীক্ষাও দেবে ভেবেছিল সরস্বতী৷ সেই জন্য নাকি সরস্বতী অঙ্ক করাতেন মনোজ৷ তার ফ্ল্যাটে একটি অঙ্কের সমীকরণ লেখা বোর্ডও উদ্ধার হয়েছে৷

মুম্বই: যার মৃতদেহ টুকরো টুকরো করে কেটে প্রেশার কুকারে সেদ্ধ করে পাড়ার কুকুরদের খাইয়েছে, সেই মেয়েটি নাকি ছিলেন তাঁর মেয়ের মতো৷ মহারাষ্ট্রের হাড়হিম হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত মনোজ রমেশ সেন নাকি এমনই দাবি করেছে পুলিশের কাছে৷ শুধু তাই নয়, মনোজ নাকি নিহত সরস্বতী বৈদ্যকে অঙ্কও শেখাতেন৷ মনোজের দাবি, নিজে HIV পজিটিভ হওয়ায় সেই ২০০৮ সাল থেকেই নাকি কোনও রকম শারীরিক সম্পর্কে লিপ্ত হননি তিনি৷
গত বুধবার মহারাষ্ট্রের মীরা রোড হত্যাকাণ্ডের ঘটনা ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে গোটা দেশে৷ মুম্বইয়ের গীতা নগর এলাকার একটি ফ্ল্যাটবাড়ি থেকে পচা দুর্গন্ধ বেরচ্ছিল৷ ক্রমেই তা অসহ্য হয়ে ওঠে ফ্ল্যাটবাসীর কাছে৷ ছাদে, কমন স্পেসে, মরা পচা ইঁদুরের খোঁজে তল্লাশি শুরু করেন তাঁরা৷ প্রতিটা ফ্ল্যাটের বাসিন্দাদেরও জানানো হয় বিষয়টা৷ সবচেয়ে বেশিগন্ধ আসছিল মনোজের ফ্ল্যাট থেকে৷ কিন্তু, ওই ফ্ল্যাটের কাছাকাছি কেউ গেলেই এয়ার ফ্রেশনারের গন্ধ ভেসে আসছিল৷
advertisement
আরও পড়ুন: আজ থেকেই শুরু মনোনয়ন জমা! হাতে সময় মাত্র  ৬ দিন, বিশৃঙ্খলা রুখতে কী কী করছে কমিশন?
সন্দেহ হওয়ায় পুলিশকে ফোন করেন ফ্লাটের বাসিন্দারা৷ মনোজের ফ্ল্যাটে চড়াও হতেই সে পালানোর চেষ্টা করে৷ যদিও তাঁকে ধরে ফেলে পুলিশ৷ ২০১৫ থেকেই নিহত সরস্বতী ও মনোজ একসঙ্গে এই ফ্ল্যাটে থাকত৷
advertisement
প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানায়, বছর বত্রিশের সরস্বতী বৈদ্যকে খুন করে তার দেহ করাত দিয়ে কেটে টুকরো টুকরো করেছিল বছর বাহান্নর মনোজ৷ তারপরে সেগুলো প্রেশার কুকারে সেদ্ধ করে কুকুরদের খাওয়ানোর অভিযোগ উঠেছে অভিযুক্তের উপরে৷ মনোজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে সরস্বতীর শরীরের পায়ের অংশ৷ মিলেছে রক্ত ভর্তি একটি বালতিও৷ উদ্ধার হয়েছে করাত৷
advertisement
কিন্তু, সমস্ত তথ্যপ্রমাণ তাঁর বিপরীতে গেলেও খুনের কথা মানতে নারাজ মনোজ৷ তাঁর দাবি, সরস্বতী নিজেই নাকি আত্মঘাতী হয়েছিলেন৷ তিনিই ওঁর দেহ ফ্ল্যাটের মেঝেতে পড়ে থাকতে দেখেন৷ কিন্তু, এরপরে তাঁর উপরেই সব দোষ এসে পড়বে এই আশঙ্কা থেকেই সরস্বতীর দেহ টুকরো করার পরিকল্পনা নেন৷
advertisement
আরও পড়ুন: পঞ্চায়েতের প্রচারে বাইক র‍্যালি নিয়ে ‘বড়’ নির্দেশ কমিশনের, চার চাকা ব্যবহারেও কড়াকড়ি
মনোজ জানিয়েছে, সরস্বতী নাকি তাঁর মেয়ের মতো ছিলেন৷ কিন্তু, বরাবরই তাঁকে সন্দেহ করত সে৷ সম্প্রতি দশমের এসএসসি পরীক্ষাও দেবে ভেবেছিল সরস্বতী৷ সেই জন্য নাকি সরস্বতী অঙ্ক করাতেন মনোজ৷ তার ফ্ল্যাটে একটি অঙ্কের সমীকরণ লেখা বোর্ডও উদ্ধার হয়েছে৷
advertisement
২০১৪ সালে মুম্বইয়ের বরিভলির একটি রেশনের দোকানে আলাপ হয় মনোজ ও সরস্বতীর৷ সেই সময় ওই রেশনের দোকানে কাজ করতেন মনোজ৷ ২০১৫ থেকে তারা গীতানগরের একটি ফ্ল্যাটে একসঙ্গে থাকতে শুরু করে৷ প্রতিবেশীদের নাকি সরস্বতী বলেছিল, মনোজ তার কাকা হয়৷
মনোজেরও দাবি, ২০০৮ সাল থেকে সে HIV পজিটিভ৷ একটি দুর্ঘটনার পরে তাঁকে রক্ত দেওয়ার পর থেকেই তার শরীরে এই মারণভাইরাস দানা বাঁধে৷ তার পর থেকে নাকি সে কোনও শারীরিক সম্পর্কে জড়ায়নি৷
advertisement
এখন কোনটা ঠিক, কোনটা ভুল, তা পরিষ্কার হবে তদন্তে৷ ইতিমধ্যেই মনোজের ফ্ল্যাটের রান্নাঘরে পাওয়া সরস্বতীর দেহাংশ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে৷ চলছে জিজ্ঞাসাবাদ৷
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Mira Road Murder | Mumbai Murder: অসহ্য পচা গন্ধে মরা ইঁদুরের খোঁজ শুরু করেছিল ফ্ল্যাটের লোকেরা, তারপরেই যা সামনে এল... বীভৎস!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement