দৃশ্য দেখে একপ্রকার সকলেই অভিভূত হয়ে যান। শুক্রবার বিকেল বেলায় বীরভূমের ডেউচা পাঁচামি কয়লা খনি এলাকার দেওয়ানগঞ্জে পৌঁছে বিধানবাবু দেখেন সেখানকার আদিবাসী যুবকেরা মাঠে ফুটবল খেলছেন। এবার সটান এগিয়ে যান মাঠের দিকে তিনি।তারপর রিতীমত খালি পায়েই ফুটবলে শট মারেন তিনি।
আরও পড়ুনঃ লোকশিল্পীদের কর্মশালায় গায়ক জেলাশাসক! মুগ্ধ লোকশিল্পীরা
advertisement
সব মিলিয়ে এ যেন এক নতুন জেলাশাসককে খুব কাছ থেকে দেখলেন বীরভূমের মানুষজন। জেলাশাসক বিধান রায় সাংস্কৃতিক মঞ্চে জেলার লোকসংস্কৃতির সঙ্গে যুক্ত শিল্পীদের ভূয়সী প্রশংসা করেন। তিনি তুলে ধরেন কেন বীরভূমের এই বাউল গান আজ বিশ্বের বিভিন্ন জায়গায় সমাদৃত আজ।
আরও পড়ুনঃ প্রশাসনিক নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল! পুকুর ভরাটের অভিযোগ রামপুরহাটে
জেলাশাসকের কন্ঠে গান শুনে দর্শক আসনে বসে থাকা বাউল শিল্পীরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। এত সুন্দর সুরেলা গলায় এইভাবে তিনি যে গান গেয়ে ফেলবেন তা ভাবতেও পারিনি,বলেন বাউল শিল্পীদের অনেকেই।
Madhab Das