Birbhum: প্রশাসনিক নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল! পুকুর ভরাটের অভিযোগ রামপুরহাটে

Last Updated:

পুকুর অথবা যেকোনও ধরনের জলাশয় ভরাট করার বিরুদ্ধে প্রশাসনিক নির্দেশিকা রয়েছে। তবে এই প্রশাসনিক নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে বিভিন্ন জায়গায় জলাশয় ভরাটের অভিযোগ উঠতে দেখা যায়।

+
title=

#বীরভূম : পুকুর অথবা যেকোনও ধরনের জলাশয় ভরাট করার বিরুদ্ধে প্রশাসনিক নির্দেশিকা রয়েছে। তবে এই প্রশাসনিক নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে বিভিন্ন জায়গায় জলাশয় ভরাটের অভিযোগ উঠতে দেখা যায়। ঠিক সেই রকমই জলাশয় ভরাটের অভিযোগ উঠল বীরভূমের রামপুরহাট পৌরসভা এলাকায়। রাতের অন্ধকারে পুকুর ভরাটের এই ঘটনা ঘটেছে রামপুরহাট পৌরসভার অন্তর্গত এক নম্বর ওয়ার্ডের লোকপাড়া এলাকায়। লোকপাড়া এলাকায় ঠাকুরপুকুর নামে একটি পুকুরকে ভরাট করার অভিযোগ উঠেছে। তবে এই পুকুর ভরাটের অভিযোগ এক দু বছরের নয়। ১৭ বছর ধরে এই পুকুর ভরাটের কাজ চলছে এবং তখন থেকেই পুলিশ ও প্রশাসনকে জানানো হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এত বছর ধরে অভিযোগ জানানো সত্বেও এখনও পর্যন্ত প্রশাসনিকভাবে কোনও ব্যবস্থা গ্রহণ হয়নি।
ইতিমধ্যেই এই পুকুর ভরাটের কাজ ৯৫ শতাংশ হয়ে গিয়েছে বলে দাবি করেছেন তারা। এর পাশাপাশি এলাকার বাসিন্দাদের তরফ থেকে জানানো হয়েছে, এই পুকুরটি থাকার কারণে তাদের যা উপকার হয় তাতে এই পুকুরটি ভরাট করে দেওয়ায় তারা চরম অসুবিধার সম্মুখীন। কারণ এই এলাকায় অনেক ঘরের বাড়ি রয়েছে যেগুলি খড়ের ঘর।
advertisement
advertisement
কোন সময় আগুন লেগে যাওয়া অথবা অন্য কোন ধরনের দুর্ঘটনা ঘটলেই এই পুকুর থেকেই জল নেওয়া হত। এখন সেই পুকুর বন্ধ হয়ে যাওয়ায় চরম অসুবিধার সম্মুখীন তারা। এছাড়াও এই পুকুরে স্থানীয়দের প্রয়োজনীয় অনেক কাজ হত একসময়। এরই পরিপ্রেক্ষিতে তারা দাবি তুলেছেন, পুকুরটিকে পুনরায় সংস্কার করে এলাকার বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হোক।
advertisement
আরও পড়ুনঃ দাবা শিখতে চান! বীরভূমে এই সকল জায়গায় দেওয়া হচ্ছে প্রশিক্ষন
ঘটনা প্রসঙ্গে রামপুরহাট পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভকত জানিয়েছেন, পুকুরটি এই ভাবে রাতের অন্ধকারে বন্ধ করে দেওয়া হচ্ছে সেই অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা থানায় অভিযোগ দায়ের করেছি এবং এই ঘটনার পিছনে কারা রয়েছে তাদের খুঁজে বের করার জন্য আবেদন জানিয়েছি। রামপুরহাট শহর এলাকায় কোনও জায়গাতে এভাবে কুকুর বন্ধ করে দেওয়া বরদাস্ত করা হবে না বলেও জানান তিনি।
advertisement
Madhab Das
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum: প্রশাসনিক নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল! পুকুর ভরাটের অভিযোগ রামপুরহাটে
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ অক্টোবর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement