বাদাম বিক্রি করার সময় তিনি এই গানটি গাইতেন এবং এই গানটি সোশ্যাল মিডিয়ায় একদিন আপলোড হয়ে ভাইরাল হওয়ার পরই ফেরিওয়ালা থেকে সেলিব্রেটি হয়ে ওঠেন তিনি। কাঁচা বাদাম গানটি সুপার-ডুপার হিট তা কারো অজানা নয়। তার এই গান সুপার ডুপার হিট হওয়ার পর তিনি ইতিমধ্যেই একগুচ্ছ গান লিখেছেন এবং সেগুলি স্টুডিওতে রেকর্ডিং করিয়েছেন। এছাড়াও বিভিন্ন জনের লেখা গান গাইতে দেখা গিয়েছে তাকে। তবে এবার এই ভাইরাল গায়ক কাঁচা বাদাম ছেড়ে আনছেন পাকা বাদাম।
advertisement
আরও পড়ুন- ফিরহাদ হাকিমের কাছে বিরিয়ানি খাওয়ার আবদার মদন মিত্রের
আরও পড়ুন- কলকাতায় এক টুকরো কাতার, মেসি, নেইমার, রোনাল্ডোদের সঙ্গে পাটুলিতে গেলেই দেখা হয়ে যাবে !
তিনি অবশ্য এই পাকা বাদাম বিক্রির জন্য আনছেন না, তার পাকা বাদাম নামে একটি নতুন গান আসছে। তার এই নতুন গান সম্পর্কে তিনি জানিয়েছেন, গানটি লেখা, সুর দেওয়া এবং শুটিং হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি এই গানটি রিলিজ হবে।
তবে ঠিক কবে এই গানটি রিলিজ হবে তা এখনও পর্যন্ত সঠিক ভাবে জানাতে পারেননি তিনি। অন্যদিকে তার এই নতুন গান নিয়ে উৎসাহ আগের মতই দেখা যাচ্ছে তার অনুরাগীদের মধ্যে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এই গানেও ভুবন বাদ্যকরকে দেখা যাবে তরতাজা যুবতীদের সঙ্গে কোমর দোলাতে।
Madhab Das