TRENDING:

Birbhum News : কাঁচা বাদামের পর এ বার পাকা বাদাম! ভুবন বাদ্যকরের চমকে দেওয়া গান

Last Updated:

ফেরিওয়ালা থেকে রাতারাতি যাদের ভাগ্য বদলে গিয়েছে তাদের মধ্যে একজন হলেন ভুবন বাদ্যকর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: ফেরিওয়ালা থেকে রাতারাতি যাদের ভাগ্য বদলে গিয়েছে তাদের মধ্যে একজন হলেন বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষীনারায়নপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকর। ভুবন বাদ্যকর এক সময় গ্রামে গ্রামে বাদাম ফেরি অর্থাৎ বিক্রি করতেন। এই কাহিনীর প্রত্যেকেই জানেন যারা ভুবন বাদ্যকরকে চেনেন। পাশাপাশি বর্তমানে তার কীভাবে দিন কাটছে তাও অনেকের জানা। যেখানে একসময় ভাঙ্গা কুঁড়েঘরে রাত কাটাতে হত সেই জায়গায় এখন ভুবন বাবু রাজপ্রাসাদ সম সাজানো গোছানো বাড়িতে বসবাস করেন। রাতারাতি তার এই ভাগ্য বদলের মূলে রয়েছে তার কাঁচা বাদাম গানটি।
শুটিংয়ের ছবি
শুটিংয়ের ছবি
advertisement

বাদাম বিক্রি করার সময় তিনি এই গানটি গাইতেন এবং এই গানটি সোশ্যাল মিডিয়ায় একদিন আপলোড হয়ে ভাইরাল হওয়ার পরই ফেরিওয়ালা থেকে সেলিব্রেটি হয়ে ওঠেন তিনি। কাঁচা বাদাম গানটি সুপার-ডুপার হিট তা কারো অজানা নয়। তার এই গান সুপার ডুপার হিট হওয়ার পর তিনি ইতিমধ্যেই একগুচ্ছ গান লিখেছেন এবং সেগুলি স্টুডিওতে রেকর্ডিং করিয়েছেন। এছাড়াও বিভিন্ন জনের লেখা গান গাইতে দেখা গিয়েছে তাকে। তবে এবার এই ভাইরাল গায়ক কাঁচা বাদাম ছেড়ে আনছেন পাকা বাদাম।

advertisement

আরও পড়ুন- ফিরহাদ হাকিমের কাছে বিরিয়ানি খাওয়ার আবদার মদন মিত্রের

আরও পড়ুন- কলকাতায় এক টুকরো কাতার, মেসি, নেইমার, রোনাল্ডোদের সঙ্গে পাটুলিতে গেলেই দেখা হয়ে যাবে !

তিনি অবশ্য এই পাকা বাদাম বিক্রির জন্য আনছেন না, তার পাকা বাদাম নামে একটি নতুন গান আসছে। তার এই নতুন গান সম্পর্কে তিনি জানিয়েছেন, গানটি লেখা, সুর দেওয়া এবং শুটিং হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি এই গানটি রিলিজ হবে।

advertisement

তবে ঠিক কবে এই গানটি রিলিজ হবে তা এখনও পর্যন্ত সঠিক ভাবে জানাতে পারেননি তিনি। অন্যদিকে তার এই নতুন গান নিয়ে উৎসাহ আগের মতই দেখা যাচ্ছে তার অনুরাগীদের মধ্যে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এই গানেও ভুবন বাদ্যকরকে দেখা যাবে তরতাজা যুবতীদের সঙ্গে কোমর দোলাতে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Madhab Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : কাঁচা বাদামের পর এ বার পাকা বাদাম! ভুবন বাদ্যকরের চমকে দেওয়া গান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল