কলকাতায় এক টুকরো কাতার, মেসি, নেইমার, রোনাল্ডোদের সঙ্গে পাটুলিতে গেলেই দেখা হয়ে যাবে !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by: ERON ROY BURMAN
Last Updated:
কাঁপছে কাতার, ফুটছে কলকাতা। কলকাতায় বিশ্বকাপ-গ্রাফিতি। পথে দেওয়ালে মেসি-রোনাল্ডো।
ঈরণ রায় বর্মন, কলকাতা: বিশ্বকাপ কাতারে। ফুটছে কলকাতা। কলকাতা এখন ফুটবল জ্বরে কাঁপছে। দেওয়াল লিখনে স্পষ্ট কলকাতার মন এখন কাতারে। টালি থেকে টালা। বালি থেকে বাঙ্গুর। সর্বত্র এখন বিশ্বকাপ-জ্বর। ট্রেনে, বাসে, অফিসে, চায়ের ঠেকে চড়ছে পারদ। মেসি-নেইমার-রোনাল্ডো ছাড়া এখন কথাই নেই।
ফুটবল কলকাতার মনে। বিশ্বকাপ ফুটবল কলকাতার দেওয়ালে দেওয়ালে। পথে পথে। পাড়ায় পাড়ায় প্রিয় ক্লাবের গ্রাফিতি। দেওয়াল-রাস্তা জুড়ে প্রিয় ফুটবলারদের ছবি। কলকাতায় যেন এক টুকরো কাতার। পাটুলিতে গেলেই এখন দেখা হয়ে যাবে মেসি, নেইমার, রোনাল্ডোদের সঙ্গে। রাস্তা জুড়ে তারকারা। স্ট্রিট আর্টে সেজে উঠেছে পাটুলির অলি-গলি। কাতার বিশ্বকাপের ম্যাসকট লা ইব (La'eeb)-এর সঙ্গে দেখা হয়ে যাবে শুরুতেই। আসলে রাস্তায় শুরুতেই আঁকা হয়েছে ম্যাসকট, আঁকা হয়েছে দোহার সংস্কৃতির কিছু নিদর্শন। তারপরেই জায়গা করে নিয়েছেন প্রথমে মেসি, তারপর রোনাল্ডো, নেইমার এবং মুলার।
advertisement

advertisement
কয়েক রাত জেগে প্রিয় দলের ফুটবলারদের ছবি এবং পতাকা এঁকে চলেছেন শিল্পী অমিতাভ দাস। সহযোগিতায় পাটুলি ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশনের এক ঝাঁক ফুটবল পাগল ছেলেপুলে। পকেটে টাকা দিয়ে চাঁদা তুলে স্ট্রিট আর্ট করা হয়েছে। একসঙ্গে খেলা দেখার জন্য কেনা হয়েছে বিরাট এলইডি টিভি। আসলে চার বছর পর পর ফুটবল বিশ্বকাপ মানেই তো বাঙালির প্রিয় উৎসব। তাই উৎসবে মাতোয়ারা তিলোত্তমা।
advertisement

উদ্যোক্তাদের শুভজিৎ দাস জানান, ‘‘চার বছর আগেও একইভাবে রাস্তাকে সাজিয়ে তুলেছিলাম। এবারও একই রকম উদ্যোগ নেওয়া হয়েছে। ফুটবল বিশ্বকাপ আসলে এই এক মাস আমরা শুধু হয় ব্রাজিল, জার্মানি না হলে আর্জেন্টিনা। দুর্গাপুজোর সময় যেমন আলো দিয়ে পাড়া সাজানো হয়, ফুটবল উৎসবের সময় তাই গ্রাফিতি দিয়ে রাস্তা সাজালাম আমরা। আসলে দুটোই তো আমাদের কাছে প্রাণের প্রিয় উৎসব।’’ গ্রিক শব্দ গ্রাফিয়েন থেকে গ্রাফিতি শব্দের জন্ম হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে কখনও প্রতিবাদের ভাষা, কখনও শিল্পীমনের ক্যানভাস, কখনও আবার রাজনৈতিক স্লোগান ফুটে উঠে গ্রাফিতিতে। কলকাতায় ফুটে উঠেছে বিশ্বকাপ ফুটবল। ফুটবল-প্রেম তিলোত্তমার দেওয়ালে-রাস্তায়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 22, 2022 6:55 AM IST