শেষ ১০ মিনিটে আলো ছড়াল কমলা রং মশাল, সেনেগালকে হারিয়ে যাত্রা শুরু ডাচ ব্রিগেডের
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Netherlands beat Senegal as Gakpo and Klaassen scores in a hard fought match at Qatar World Cup. শেষ ১০ মিনিটে আলো ছড়াল কমলা রং মশাল, সেনেগালকে হারিয়ে যাত্রা শুরু ডাচ ব্রিগেডের
নেদারল্যান্ডস - ২
সেনেগাল - ০
#দোহা: ফিফা তালিকায় শক্তি এবং ঐতিহ্যের বিচারে নেদারল্যান্ডস এবং সেনেগালের পার্থক্য অনেকটা। কমলা ব্রিগেড যেখানে ৮ নম্বরে রয়েছে সেখানে আফ্রিকার দেশটি রয়েছে ১৮ নম্বরে আফ্রিকার সেনেগালের ফুটবল ঐতিহ্য কমলা ব্রিগেডের ধারে পাশে নয়। তবুও আধুনিক ফুটবলে কাউকে ছোট করে দেখার জায়গা নেই। দলের সেরা ফুটবলার সদিও মানে বিশ্বকাপের আগেই ছিটকে গিয়েছিলেন।
advertisement
advertisement
অভিজ্ঞ ডাচ ফুটবলের দ্রোণাচার্য ভ্যান গালের এটাই ছিল শেষ বিশ্বকাপ। তাই দেখার ছিল কেমন খেলে নেদারল্যান্ডস। কিন্তু চমক দিচ্ছিল সেনেগাল। প্রথমার্ধে বলের দখল তাদের বেশি ছিল ডাচদের তুলনায়। শুধু তাই নয়, দিয়াতা, ইসমাইল, ইদ্রিসা, কলিবালিরা পজিটিভ আক্রমণ তুলনামূলকভাবে বেশি করছিল। ডাচ ডিফেন্সে এই মুহূর্তে দুনিয়ার অন্যতম দুই সেন্টার ব্যাক ভ্যান দাইক এবং ডি লিখট থাকার কারণে এরিয়াল বল কাজে লাগাতে পারছিল না সেনেগাল।
advertisement
তবু উল্টে প্রেসিং ফুটবলে নিজেদের দক্ষতার পরিচয় দিচ্ছিল আফ্রিকান চ্যাম্পিয়নরা। মানের না থাকার কারণে হীনমন্যতায় ভোগেনি দলটা। ডি ইয়ং খেলা তৈরি করতে না পারলে মুশকিলে পড়ে নেদারল্যান্ডস। সেটাই হচ্ছিল এদিন। তবুও তার মধ্যে ৩৯ মিনিটে নেদারল্যান্ডসের বারঘাসের শট অল্পের জন্য বাইরে চলে যায়। পাল্টা কাউন্টার অ্যাটাক তুলে আনতে পিছিয়ে ছিল না সেনেগাল। একজন পজিটিভ ফিনিশার না থাকার জন্য গোল পাচ্ছিল না তারা।
advertisement
দ্বিতীয়ার্ধে কিছুটা ফেরার চেষ্টা করল নেদারল্যান্ডস। ৬০ মিনিটের মাথায় জানসেনকে তুলে নিয়ে নিয়ে আসা হল ডিপেকে। এর কিছুক্ষণ আগে ভ্যান ডাইকের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছিল। ৬৬ মিনিটে সিসের শটে সুযোগ এসে গিয়েছিল সেনেগালের। গোলরক্ষক বাঁচিয়ে দেন ডাচদের। ম্যাচে কখনই দেখে মনে হয়নি সেনেগালকে হারাতে পারে নেদারল্যান্ডস।
কমলা ব্রিগেডের অন্যতম সেরা ফুটবলার ডামফ্রিস এদিন পুরোপুরি ফ্লপ। গাকপো মাঠের মাঝখানে সেভাবে বল ধরতে পারছিলেন না। রিটার্ন বল বেশিরভাগ ক্ষেত্রে জিতে নিচ্ছিল আফ্রিকান দলটি। সব মিলিয়ে সেনেগালের ট্যাকটিক্যাল ফুটবলের জবাব এদিন ছিল না নেদারল্যান্ডের কাছে। ভ্যান গালের দলের প্ল্যান বি বলে বস্তু চোখে পড়ল না।
advertisement
কিন্তু খেলাটার নাম যখন ফুটবল, তখন পট পরিবর্তন হতে কয়েক সেকেন্ড লাগে। সেটাই হল। ৮৪ মিনিটে ডি ইয়ং বক্সের মধ্যে একটি বল ভাসিয়ে দিলেন। বল ফলো করে আসা কদি গাকপো হেড করে বল জালে জড়িয়ে দিলেন। ৮ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল। সেই সময় আরও একটি গোল করে গেলেন পরিবর্ত হিসেবে নামা ক্লাসেন। ম্যাচটা জিতে গেল নেদারল্যান্ডস। দুর্দান্ত লড়াই করেও দাম পেল না সেনেগল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 21, 2022 11:42 PM IST