ফিরহাদ হাকিমের কাছে বিরিয়ানি খাওয়ার আবদার মদন মিত্রের
- Written by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
মন কষাকষি ভুলে দলের কথাই বলার বার্তা ফিরহাদের ৷
আবীর ঘোষাল, কলকাতা: মন কষাকষি শেষ ৷ দূরত্ব মিটল ফিরহাদ-মদনের। প্রিয় ববির কাছে বিরিয়ানি খেতে চাইলেন কামারহাটির বিধায়ক। গত শনিবার মদন মিত্রের একটি মন্তব্য নিয়ে শুরু হয়ে যায় বিতর্ক। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ফিরহাদ হাকিম। তিনি উল্লেখ করেছিলেন, ‘‘এমন মন্তব্য অনুচিত। উনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি। উনি মন্ত্রীসভার সদস্য নন। দল পঞ্চায়েত নিয়ে তাঁর অবস্থান জানিয়েছে। আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেটাই চূড়ান্ত।’’
এর পরেই পাল্টা ক্ষোভ প্রকাশ করেন মদন মিত্র। যা নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা ৷ যদিও মদন মিত্র এদিন জানিয়েছেন, ‘‘কোনও অন্তর্দ্বন্দ্বের ব্যাপার নেই। ববি আমার প্রিয় ভাই ৷ ও আমাকে বিরিয়ানি খাওয়াক।’’ মদন মিত্র আসলে তাঁকে বিরিয়ানি খাওয়াবেন বলে জানিয়েছেন কলকাতার মেয়র।
advertisement
advertisement
আগামী বছরেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে অস্ত্র নিয়ে বিতর্কিত মন্তব্য করেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। বিভিন্ন জায়গা থেকে বাজেয়াপ্ত হওয়া অস্ত্র দিয়ে তৃণমূল কর্মীরা প্রশিক্ষণ নেবেন বলেই দাবি তাঁর। পালটা মদনকে ‘গ্যাংস্টার’ বলে কটাক্ষ দিলীপ ঘোষের।
মদনের এই বক্তব্যকে অবশ্য সমর্থন করেনি তৃণমূল কংগ্রেস। তাঁর বক্তব্য নিয়ে কড়া তৃণমূল কংগ্রেস। কামারহাটির বিধায়ক মদন মিত্রের এই মন্তব্য যে দল কোনওভাবে অনুমোদন করে না তা বুঝিয়ে দিয়ে রাজ্যের মন্ত্রী এবং তৃণমূল শীর্ষ নেতা ফিরহাদ হাকিম বলেন, ‘‘পাগলে কী না বলে, ছাগলে কী না খায়! মদন মিত্র বলছেন কে? ট্রেনিং দেওয়ার ক্ষমতা নেই৷ তিনি পঞ্চায়েত এলাকায় থাকেন না ৷ রাজ্যের মন্ত্রী নন ৷ ফুচকি ফুচকি কথা বলে প্রেস অ্যাট্র্যাকশন করা যায়৷ আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, সেটাই ফাইনাল ৷ ভোট শান্তিপূর্ণ হবে ৷’’
advertisement
শনিবার নৈহাটির রাজেন্দ্রপুর মহিলা তৃণমূল পরিচালিত একটি সভায় অংশ নেন মদন মিত্র। এর পর সেখানেই তিনি বলেন, ‘‘দিলীপবাবু বলেছেন, ওঁরা ওঁদের কর্মীদের ঘরে ঘরে অস্ত্র পৌঁছে দিচ্ছেন। তবে অস্ত্র কোথায় পৌঁছচ্ছে জানতে পারলে আমাদের ভালই হবে। আমাদের কর্মীরা গিয়ে ওগুলো নিয়ে নেবে। আমাদের কাছে ভাল প্রশিক্ষক রয়েছে। তাঁরা প্রত্যেকেই প্রাক্তন সেনা কর্মী এবং কর্নেল। আমাদের কর্মীরা ওই বন্দুক নিয়ে প্র্যাকটিস করবে যাতে সেগুলো বিজেপি ব্যবহার করতে না পারে। আমাদের কর্মীরা বন্দুকে গুলি ঢোকাতে এবং বার করতেও শিখবে।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Nov 22, 2022 8:26 AM IST










