কলকাতার আকাশে ‘তিমি’! বিমানটিকে দেখতে ভিড় জমালেন যাত্রীরা
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:Onkar Sarkar
Last Updated:
গুজরাতের আহমেদাবাদ থেকে উড়ে আসা এই বিমানটি মূলত জ্বালানি ভরা এবং এই বিমানের কর্মীদের সাময়িক বিশ্রাম দিতেই কলকাতায় অবতরণ করানো হয়।
ওঙ্কার সরকার, কলকাতা: পৃথিবীর বৃহত্তম বিমানগুলির মধ্যে একটা হল এয়ারবাসের বেলুগা। বেলুগা যখন আকাশে ওড়ে তখন হঠাৎ করে দেখলে মনে হতেই পারে আকাশে একটা আস্ত তিমি উড়ছে। বাংলার আকাশে এমন এত বড় বিমান দেখা যায় না সহজে। গত শনিবার গভীর রাতে বিশাল আকৃতির বিমানটি দমদম বিমানবন্দরের মাটিতে অবতরণ করে।
গুজরাতের আহমেদাবাদ থেকে উড়ে আসা এই বিমানটি মূলত জ্বালানি ভরা এবং এই বিমানের কর্মীদের সাময়িক বিশ্রাম দিতেই কলকাতায় অবতরণ করানো হয়। তবে রবিবার রাতে বেলুগা বিমানটি থাইল্যান্ডের উদ্দেশে উড়ে যায়। রবিবার সারাদিন কলকাতা বিমানবন্দরেই ছিল অতিকায় এই বেলুগা। ফলে সামুদ্রিক এই তিমির মতো দেখতে বিমানটিকে দেখতে যাত্রীরা ব্যাপক ভাবে ভিড় জমান। কলকাতা বিমানবন্দরের ট্যুইটার হ্যান্ডলে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়েছে।
advertisement
advertisement
১৭.২৪ মিটার উচ্চতা এই অতিকায় বিমানটির। ৫৬.১৫ মিটার লম্বা, ৪৪.৮৪ মিটার চওড়া। মূলত মাল বহন করার কাজে বিশাল আকারের এই বিমান ব্যবহার করা হয়। ৪৭ হাজার কিলোগ্রাম পর্যন্ত বিমানটির ভারবহন ক্ষমতা রয়েছে। বেলুগার জন্যে জ্বালানির প্রয়োজন হয়ে থাকে ২৩ হাজার ৮৬০ লিটার। এখানেই শেষ নয়, এতো বড় আকার হয়েও ৮৬৪ কিলোমিটার প্রতি ঘণ্টাতে এই বিমান ছুটতে পারে বলে জানা যাচ্ছে। এই বিমান অন্যান্য যাত্রীবাহী বিমানের থেকে কিছুটা আলাদা। কর্মী সংখ্যা থাকেন মাত্র দু’জন।
advertisement

তবে এত বড় বিমান যখন মাঝ আকাশ চিরে চলে তখন সবার নজর একেবারে কেড়ে নেয়। কলকাতা বিমান বন্দরে অবতরণের পর এই বিমানটিকে একবার চোখের দেখা দেখতে দমদম বিমানবন্দরে রীতিমত হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। যাত্রীদের বক্তব্য বেলুগা বিমানটি দেখতে অনেকটাই সামুদ্রিক তিমির মত। বিশালাকার। এরকম বিমান সচরাচর দেখাই যায় না। তাই এর সম্পর্কে অনেকেই কৌতুহলী হয়ে ওঠেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 22, 2022 7:37 AM IST