TRENDING:

Birbhum News: দোলের আগেই শান্তিনিকেতনে পালন হল বসন্ত উৎসব! প্রথা ভেঙেই খেলা হল আবীর

Last Updated:

'ওরে গৃহবাসী খোল দ্বার খোল' গানের মধ্যে দিয়ে সূচনা হয় বসন্ত বন্দনা অনুষ্ঠানের, সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বোলপুর: প্রথা ভেঙে বিশ্বভারতীতে হয়ে গেল 'অকাল' বসন্তোৎসব ও আবীর খেলা৷ প্রাক্তনী, আশ্রমিকেরা ব্রাত্য বিশ্বভারতীর অনুষ্ঠান থেকে। প্রসঙ্গত, কবিগুরুর সময় থেকে দোলপূর্ণিমায় বসন্তোৎসব হয়ে আসছে বিশ্বভারতীতে ৷ ২০১৯ সালে উপচে পড়া ভিড়ে ক্ষতিগ্রস্ত হয় বিশ্বভারতীর ঐতিহ্যবাহী ভবন ও ভাস্কর্য। তাই উপাচার্যের ব্যাখ্যা বসন্ত তাণ্ডব রুখতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
advertisement

২০১৯ সালে শেষবার বিশ্বভারতীতে হয়েছে বসন্তোৎসব। ২০২০ সালে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ হয়ে গিয়েছিল উৎসব। ২০২১ ও ২২ সালে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর তত্ত্বাবধানে নিজেদের মধ্যেই বসন্তোৎসব উদযাপন হয় ৷ এবারও প্রথা ভেঙে হয়ে গেল বসন্তোৎসব। যদিও, বিশ্বভারতীর তরফে এই উৎসবের নাম দেওয়া হয়েছে 'বসন্ত বন্দনা'।

আরও পড়ুন: বাংলার গানের রিয়ালিটি শো মাতাচ্ছেন কাঁথির অনিন্দিতা, আপনিও শুনুন তাঁর গান

advertisement

একই ভাবে নৃত্যের তালে তালে উৎসব উদযাপিত হয় ৷ উৎসবের পর 'অকাল' আবীর খেলাও শুরু হয় বিশ্বভারতীতে ৷ তবে কড়া নিরাপত্তায় মোড়া ছিল। প্রবেশ করতে দেওয়া হয়নি বহিরাগতদের। এমনকি, অনুষ্ঠানে ব্রাত্য আশ্রমিক ও প্রাক্তনীরা। যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে।

View More

আরও পড়ুন: বেদমন্ত্র আর কলমা পাঠ এক‌যোগে! ১৭ ‌যুগলের বিয়েতে সম্প্রীতির বার্তা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

প্রসঙ্গত, ২০১৯ সালে শেষ বসন্ত উৎসবে উপচে পড়া ভিড় হয়েছিল। তাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল ঐতিহ্যবাহী বেশ কিছু ভবন ও ভাস্কর্যের। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর ব্যাখ্যা, উৎসবের নামে 'বসন্ত তাণ্ডব' রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ উল্লেখ্য, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের সময় থেকে দোলপূর্ণিমার দিন হয়ে আসছে বসন্তোৎসব। সেই প্রথা ভেঙে অকাল বসন্তোৎসব ও আবীর খেলা হয়ে গেল বিশ্বভারতীতে ৷

advertisement

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: দোলের আগেই শান্তিনিকেতনে পালন হল বসন্ত উৎসব! প্রথা ভেঙেই খেলা হল আবীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল