TRENDING:

Birbhum News: দোলের আগেই শান্তিনিকেতনে পালন হল বসন্ত উৎসব! প্রথা ভেঙেই খেলা হল আবীর

Last Updated:

'ওরে গৃহবাসী খোল দ্বার খোল' গানের মধ্যে দিয়ে সূচনা হয় বসন্ত বন্দনা অনুষ্ঠানের, সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বোলপুর: প্রথা ভেঙে বিশ্বভারতীতে হয়ে গেল 'অকাল' বসন্তোৎসব ও আবীর খেলা৷ প্রাক্তনী, আশ্রমিকেরা ব্রাত্য বিশ্বভারতীর অনুষ্ঠান থেকে। প্রসঙ্গত, কবিগুরুর সময় থেকে দোলপূর্ণিমায় বসন্তোৎসব হয়ে আসছে বিশ্বভারতীতে ৷ ২০১৯ সালে উপচে পড়া ভিড়ে ক্ষতিগ্রস্ত হয় বিশ্বভারতীর ঐতিহ্যবাহী ভবন ও ভাস্কর্য। তাই উপাচার্যের ব্যাখ্যা বসন্ত তাণ্ডব রুখতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
advertisement

২০১৯ সালে শেষবার বিশ্বভারতীতে হয়েছে বসন্তোৎসব। ২০২০ সালে কোভিড পরিস্থিতির জন্য বন্ধ হয়ে গিয়েছিল উৎসব। ২০২১ ও ২২ সালে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর তত্ত্বাবধানে নিজেদের মধ্যেই বসন্তোৎসব উদযাপন হয় ৷ এবারও প্রথা ভেঙে হয়ে গেল বসন্তোৎসব। যদিও, বিশ্বভারতীর তরফে এই উৎসবের নাম দেওয়া হয়েছে 'বসন্ত বন্দনা'।

আরও পড়ুন: বাংলার গানের রিয়ালিটি শো মাতাচ্ছেন কাঁথির অনিন্দিতা, আপনিও শুনুন তাঁর গান

advertisement

একই ভাবে নৃত্যের তালে তালে উৎসব উদযাপিত হয় ৷ উৎসবের পর 'অকাল' আবীর খেলাও শুরু হয় বিশ্বভারতীতে ৷ তবে কড়া নিরাপত্তায় মোড়া ছিল। প্রবেশ করতে দেওয়া হয়নি বহিরাগতদের। এমনকি, অনুষ্ঠানে ব্রাত্য আশ্রমিক ও প্রাক্তনীরা। যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে।

View More

আরও পড়ুন: বেদমন্ত্র আর কলমা পাঠ এক‌যোগে! ১৭ ‌যুগলের বিয়েতে সম্প্রীতির বার্তা

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়া এখন 'মিনি ভারত', এক ছাতার তলায় গোটা দেশের লোকসংস্কৃতির মিলনমেলা
আরও দেখুন

প্রসঙ্গত, ২০১৯ সালে শেষ বসন্ত উৎসবে উপচে পড়া ভিড় হয়েছিল। তাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল ঐতিহ্যবাহী বেশ কিছু ভবন ও ভাস্কর্যের। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর ব্যাখ্যা, উৎসবের নামে 'বসন্ত তাণ্ডব' রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ উল্লেখ্য, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের সময় থেকে দোলপূর্ণিমার দিন হয়ে আসছে বসন্তোৎসব। সেই প্রথা ভেঙে অকাল বসন্তোৎসব ও আবীর খেলা হয়ে গেল বিশ্বভারতীতে ৷

advertisement

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: দোলের আগেই শান্তিনিকেতনে পালন হল বসন্ত উৎসব! প্রথা ভেঙেই খেলা হল আবীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল