ব্যাপারী হাটের রথের কয়েক বছর পরেই শহরের আরেক ব্যবসায়ী এলাকা চকবাজারের কয়েকজন ব্যবসায়ী যুবক এর আরেক রথের শুভ সূচনা হয়। ওই সময় এই দুই ব্যবসায়িক এলাকার মধ্যে একটা অলিখিত প্রতিযোগিতা চালু ছিল। অনুমান ব্যাপারী হাটের রথের বিকল্প হিসাবে চক বাজারে রথের সূচনা হয়।
আরও পড়ুনঃ বিখ্যাত চিত্রশিল্পী যামিনী রায়ের বাড়ি আজ জরাজীর্ণ এবং ভগ্নপ্রায়
advertisement
যেহেতু ব্যাপারী হাটের রথ প্রথম চালু হয় সেই কারণে এই বড় রথ এবং চকবাজারের রথ ছোট রথ নামে খ্যাত। ব্যাপারী হাটের রথ ও চকবাজারের রথ দুটি উচ্চতায় প্রায় ৪২ ফুট রাস্তা পরিক্রমায় অসুবিধার কারণে বড়রথের রাস্তা পরিক্রমা কিছুকাল বন্ধ থাকার পর ১৪১৪ সালে নতুন উদ্দীপনায় রথ সংস্কার করা হয়। এর ফলে রথের উচ্চতা কমিয়ে 30 ফুট করা হয়।
আরও পড়ুনঃ বেআইনি চোলাই মদের বিরুদ্ধে অভিযান জেলা পুলিশের
পুরাতন শিল্পকর্মকে অটুট রেখে আধুনিক পদ্ধতিতে স্টিয়ারিং লাগানো হয় রথ চালানোর সুবিধার্থে ছোট রথের নির্মাণকালেই স্টিয়ারিং এর ব্যবস্থা করা হয়। বাঁকুড়ার বড় রথে রাধা বল্লভ ঠাকুর পূজিত হন এবং বাঁকুড়ার ছোট রথে শ্যামসুন্দর জিউ ঠাকুর পূজিত হন।
Joyjiban Goswami