আরও পড়ুন: পাঁচ বছরে ছিটেফোঁটাও কাজ হয়নি এই গ্রামে! ক্ষোভের মুখে পঞ্চায়েত সদস্য
গত কয়েকদিনের স্বস্তি উধাও। আবার তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে বাঁকুড়া জেলায়। এরই মধ্যে কাঠফাটা রোদ উপেক্ষা করে ছাত্রীরা হাতে পোস্টার নিয়ে থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতন করার কাজে নামে। গ্ৰামের বাড়িতে বাড়িতে গিয়ে মা, দিদাদের পাশে বসে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতন করে।
advertisement
রাজখামার হাইস্কুলের ছাত্রীদের এই উদ্যোগ ইতিমধ্যেই সাড়া ফেলেছে। এই স্কুলের অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রীরা এর আগেও বহু জনসচেতনতামূলক কাজে সামিল হয়েছে। বাল্যবিবাহ রোধ, কম বয়সে পড়াশোনা ছেড়ে দিয়ে বিয়ে করে নেওয়ার প্রবণতার বিরুদ্ধে তারা এলাকার মানুষকে সচেতন করেছে। ডেঙ্গু নিয়েও একটি সচেতনতা অভিযান তারা চালিয়েছিল। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবার থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতনতা গড়ে তোলায় সামিল হল এই ছাত্রীরা।
নীলাঞ্জন ব্যানার্জী