বাঁকুড়ার মাচান তলার ফেমাস গলির বাসিন্দা সংহিতা দত্ত এবং মনোতোষ দত্তের সন্তান দীপশেখর দত্ত। দীপশেখর দত্তের গ্রেফতার হওয়ার কথা পাঁচজন জানতেই সরগরম হয় মাচান তলার ফেমাস গলি।
দীপশেখরের মা জানান সব সময় স্বপ্নদীপের পাশেই ছিল দীপশেখর, ফোন করে দীপশেখর জানায় যে স্বপ্নদ্বীপকে বাঁচাতে না পারার খেদ তাঁকে ব্যথা দিয়েছে।
advertisement
আরও পড়ুন – Crime News: বাইকে ছিলেন তৃণমূলের দাপুটে নেতা, একদল দুষ্কৃতী ঘিরে ধরে চালাল যথেচ্ছ গুলি
যাদবপুর কান্ডে এদিন গ্রেফতার করা হয় দুইজনকে তার মধ্যে অন্যতম বাঁকুড়ার দীপশেখর দত্ত।
এর পিছনে কোন বড় চক্রান্ত রয়েছে এমনটাই বলছেন দীপশেখরের বাবা মনোতোষ দত্ত। ছেলেকে ফাঁসানো হচ্ছে এমনটাই দাবি তাঁর। অপরদিকে দীপশেখরের মায়ের সঙ্গে কথা বলে জানা গেছে যে দীপশেখরকেও রেগিং এর শিকার হতে হয়েছিল। যদিও স্বপ্নদ্বীপ কাণ্ডে দোষীর শাস্তি হোক এমনটাই চাইছেন তিনি।
Nilanjan Banerjee