Crime News: বাইকে ছিলেন তৃণমূলের দাপুটে নেতা, একদল দুষ্কৃতী ঘিরে ধরে চালাল যথেচ্ছ গুলি
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Crime News: তৃণমূলের দাপুটে নেতাকে পর পর গুলি দুষ্কৃতিদের, ঝাঁঝরা হয়ে ঘটনাস্থলে মৃত্যু, তদন্তে পুলিশ৷
বসিরহাট: তৃণমূলের দাপুটে নেতাকে পরপর গুলি দুষ্কৃতিদের, ঝাঁঝরা হয়ে ঘটনাস্থলে মৃত্যু, তদন্তে পুলিশ। বসিরহাটের হাড়োয়া থানার খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের সামলা এলাকার ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোররাতে সামলা বাজার এলাকায় তৃণমূল কংগ্রেসের কিষান-ক্ষেতমজুর সেলের হাড়োয়া এক নম্বর ব্লক সভাপতি তথা খাশবালান্দা গ্রাম পঞ্চায়েতের বিহারী গ্রামের ২৪৩ নং বুথের এবারের জয়ী পঞ্চায়েত সদস্য ৩৮ বছরের শেখ সাহেব আলি অঞ্চল সভাপতির বাড়ি থেকে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন।
advertisement
সেই সময় সামলা বাজারে এলাকায় ১০ থেকে ১৫ জন দুষ্কৃতি তাঁকে ঘিরে ধরে৷ সেই সময়েই তাঁকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় তারা৷ ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। দুটি গুলি তাঁর বাইকেও লাগে।
advertisement
তারপর হাড়োয়া থানার পুলিশ খবর পেয়ে দেহ উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। ঘটনাস্থলে মোতায়ন রয়েছে হাড়োয়া থানার বিশাল পুলিশ বাহিনী।
advertisement
JULFIKAR MOLLA
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
August 13, 2023 10:08 AM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Crime News: বাইকে ছিলেন তৃণমূলের দাপুটে নেতা, একদল দুষ্কৃতী ঘিরে ধরে চালাল যথেচ্ছ গুলি