Mamata on Modi Government: কয়েক ঘণ্টা আগে মোদি নিশানা করেছিলেন, তারপরেই মমতা ‘এক হাত’ নিলেন কেন্দ্রকে
- Written by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Debalina Datta
Last Updated:
Mamata on Modi Government: নরেন্দ্র মোদির শনিবার বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় অডিও বার্তা প্রকাশ্যে আসে। রাজনৈতিক মহলের ধারণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আক্রমণের পাল্টা আক্রমণ এই বক্তব্যের মাধ্যমে দিয়েছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: বাংলার পঞ্চায়েত ভোটের সন্ত্রাসের অভিযোগ শনিবার সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলায় উঠেছে। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অডিও বার্তা প্রকাশ্যে এসেছে। যেখানে কেন্দ্রের বিভিন্ন দুর্নীতি নিয়ে সরব হতে দেখা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। যা দেখে রাজনৈতিক মহল মনে করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শনিবারের বক্তব্যেই পাল্টা আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার অর্থাৎ এদিন বিজেপির পূর্বাঞ্চলীয় পঞ্চায়েতিরাজ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে এই সম্মেলন চলছে। সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় মোদী বাংলার পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিরুদ্ধে কার্যত সন্ত্রাসের অভিযোগ তোলেন। তার কয়েক ঘণ্টার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি অডিও বার্তা প্রকাশ্যে আসে।
advertisement
অডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন টিম ইন্ডিয়া প্রসঙ্গে তিনি প্রমাণ ছাড়া যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন। তিনি চাইছেন গরিব মানুষ মারা যাক। দেশের মৃত্যু হোক। সাধারণ মানুষ দুর্ভোগে থাকুক। শুধুমাত্র বিজেপি থাকবে। তিনি তার মতাদর্শ নিয়ে মানুষের কাছে পৌঁছাতে পারছেন না।”এরপরেই দুর্নীতির কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
তিনি বলেন ” আপনি কখনই দুর্নীতির অভিযোগ তুলতে পারেন না। কারন আপনি নিজেই অনেক বিষয় ঘিরে আছেন। যেমন পিএম কেয়ার ফান্ড,রাফাল চুক্তি, দেশের প্রতিরক্ষা কারখানা বিক্রি করে দিচ্ছেন,রাষ্ট্রত্ত্ব সংস্থা বিক্রি করে দিচ্ছেন।”
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিন আরও অভিযোগ করেন “নোট বাতিল করা হয়েছে নোট বন্দির নামে। আপনি নিজের এবং নিজের পার্টির স্বার্থে ২০০০ টাকার নোট বাতিল করেছেন। আপনি সবসময় মানুষকে বোকা ভাববেন না। কিছু সময় মানুষকে বোকা বানানোর যায় কিন্তু সব সময় আপনি মানুষকে বোকা বানাতে পারবেন না।”মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন “আপনি আগে নিজের চেহারা দেখুন। আপনি নিজেদের দুর্নীতি পরায়ন লোকেদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেন না। যারা মহিলাদের অসম্মান করে, যারা কুস্তিগীরদের বিরুদ্ধে অন্যায় করে,যারা মনিপুরে অন্যায় করে, সব জায়গায় যারা বিশৃঙ্খলা তৈরি করে তাদের কেউ আপনি রাজনৈতিক বাতাস দিয়ে চলেছেন।”
advertisement
SOMRAJ BANDOPADHYAY
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 13, 2023 9:42 AM IST








