আরও পড়ুন: ক্লাসরুম ছেড়ে রাস্তায় বেরিয়ে এলেন শিক্ষক ও পড়ুয়ারা! কারণ জানলে চমকে উঠবেন
এই বেআইনি নির্মাণ ভাঙার জন্য বাঁকুড়ার জেলাশাসকের তরফ থেকে একটি বিশেষ দল গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্রিটেনের রানি ভিক্টোরিয়ার জ্যেষ্ঠ পুত্র ছিলেন অ্যালবার্ড এডওয়ার্ড। অ্যালবার্ট এডওয়ার্ডের স্মরণেই বাঁকুড়া শহরে তৈরি করা হয়েছিল এডওয়ার্ড মেমোরিয়াল হল। স্টেট হেরিটেজ কমিটি এই ভবনকে হেরিটেজের স্বীকৃতি দিয়েছে। কিন্তু বেআইনি নির্মাণ তাকে চারদিক থেকে কার্যত গিলে খাচ্ছিল।
advertisement
আগামী দু’সপ্তাহের মধ্যে এডওয়ার্ড মেমোরিয়াল ভবন সংলগ্ন এলাকার সীমানা চিহ্নিত করার নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। জেলাশাসকের তৈরি বিশেষ দল আগামী দু’সপ্তাহের মধ্যে এডওয়ার্ড মেমোরিয়াল হলের ওই ভবনের সীমানা চিহ্নিত করবে। তারপর শুরু হবে বেআইনি নির্মাণ ভাঙার কাজ। নির্দেশ কতটা কার্যকরী হল সেই রিপোর্ট ১১ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। এখন দেখার এই বেআইনি নির্মাণ সরানোর বিষয়ে জেলা প্রশাসন কী পদক্ষেপ করে।
নীলাঞ্জন ব্যানার্জি






