South 24 Parganas News: ক্লাসরুম ছেড়ে রাস্তায় বেরিয়ে এলেন শিক্ষক ও পড়ুয়ারা! কারণ জানলে চমকে উঠবেন

Last Updated:

স্কুলের সামনে থেকে আবর্জনার স্তূপ সরানোর দাবিতে শিক্ষক ও পড়ুয়াদের প্রতিবাদ

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: ক্লাসরুম ছেড়ে রাস্তায় শিক্ষকরা, সঙ্গী পড়ুয়ারা‌ও। এমনই ছবি দেখা গেল দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে। স্কুলের পাশে পড়ে থাকা ময়লা আবর্জনা দূর করতে এভাবেই প্রতিবাদ জানালেন তাঁরা।
সূত্রের খবর, দীর্ঘদিন ধরে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর সীতাকুণ্ড রোডে মাদারাট পপুলার অ্যাকাডেমি স্কুলের পাশে অবস্থান করছে বিশাল আবর্জনার স্তূপ। বারুইপুর স্টেশন সংলগ্ন বারুইপুর-মদারাট রোডের একটি স্কুলের সামনে জনবহুল রাস্তার পাশে আবর্জনা ফেলতে ফেলতে স্তূপ হয়ে গেছে। সেখান থেকে আসা দুর্গন্ধে ক্লাস করতে পারেনা ছোট ছোট পড়ুয়ারা, নাভিশ্বাস ওঠে শিক্ষকদেরও। দুর্গন্ধ আর নোংরার জন্য ঐ রাস্তা দিয়ে যাতায়াত করা দুঃসহ হয়ে উঠেছে বলে জানাচ্ছেন এলাকার বাসিন্দারা প্রতিদিন পুরসভার গাড়ি এসে এলাকার সব বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করে। তা সত্ত্বেও কিছু বাড়ি থেকে স্কুলের পাশেই আবর্জনা ফেলা হয়।
advertisement
advertisement
বিষয়টি বারবার পুরসভা এবং স্থানীয় কাউন্সিলরের নজরে আনলেও সুরাহা হয়নি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে বারুইপুর পুরসভার ভূমিকা নিয়ে অভিযোগ উঠছে। তাদের নজরদারি এবং পরিষেবা আদৌ যথাযথ কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। এদিন স্কুলের শিক্ষক এবং পড়ুয়ারা রাস্তায় বেরিয়ে এসে প্রতিবাদ জানানোর পর পরিস্থিতি বদলাবে বলে আশা এলাকাবাসীর।
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: ক্লাসরুম ছেড়ে রাস্তায় বেরিয়ে এলেন শিক্ষক ও পড়ুয়ারা! কারণ জানলে চমকে উঠবেন
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement