Hooghly News: হারিয়ে যাচ্ছে হস্তচালিত তাঁত শিল্প, হতাশায় ডুবে তাঁতি পরিবারগুলি

Last Updated:

হুগলির গোঘাটে গভীর সঙ্কটে পড়েছেন হস্তচালিত তাঁত শিল্পীরা। পাওয়ারলুমের দাপটে জীবিকা নিয়ে টানাটানি

+
title=

হুগলি: একটা সময় ছিল যখন নিস্তরঙ্গ দুপুরে গ্রামের প্রায় প্রতিটা বাড়ি থেকে ভেসে আসত তাঁতের শব্দ। ধীরে ধীরে সেই আওয়াজ কমছিল। এখন আর গাঁটে গোনা কয়েকটা গ্রাম ছাড়া আর কোথাও সেই ঠকাঠক ঠকাঠক শব্দ শোনা যায় না। আধুনিক পাওয়ার লুমের দাপটে হারিয়ে যেতে বসেছে হস্তচালিত তাঁত। তাঁত শিল্পীরা জীবিকা সঙ্কটের সম্মুখীন।
গোঘাটের শ্যামবাজার পঞ্চায়েতের কয়েকটি পরিবারের বর্তমান ছবিটা বেশ করুন। আগে হাতে টানা তাঁতে শাড়ি বুনে দিব্যি চলত তাঁদের। পরিবারে মোটা ভাত-কাপড়ের চাহিদা মেটাত এই কাপড়ই।কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই এলাকার ছবিটা বদলে গিয়েছে। হারিয়ে গিয়েছে আগের সেই ঐতিহ্য। তাঁতের সেই আওয়াজ আজ আর শোনা যায় না। পাওয়ারলুম এসে পড়ায় অধিক মুনাফার জন্য ব্যবসায়ীরা আর হাতে বোনা তাঁতের কাপড় নিতে চাইছে না। এদিকে হাল ফ্যাশনের দাপট আরও কোণঠাসা করে দিয়েছে এখানকার তাঁত শিল্পীদের।
advertisement
advertisement
এলাকার তাঁত শিল্পী মহাদেব পালের কথায়, আগে তাদের বোনা তাঁতের কাপড় বহু দূর যেত। কিন্তু এখন বিক্ষিপ্তভাবে কাজ হয়, নিয়মিত রোজগার না থাকায় তাঁরা সঙ্কটে পড়ছেন। অপর তাঁত শিল্পি পূর্ণিমা পাল বলেন, এখন উন্নত প্রযুক্তি এসে গিয়েছে। তার সঙ্গে আমরা তাল মেলাতে পারছি না। তাই ছিটকে যেতে হচ্ছে প্রতিযোগিতা থেকে। এই পরিস্থিতিতে হস্তচালিত তাঁত শিল্পীদের সামনে শুধুই যেন অন্ধকার।
advertisement
শুভজিৎ ঘোষ
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: হারিয়ে যাচ্ছে হস্তচালিত তাঁত শিল্প, হতাশায় ডুবে তাঁতি পরিবারগুলি
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement