TRENDING:

Bankura Weather: সরস্বতী বন্দনায় বাধা হচ্ছে না আবহাওয়া! জেনে নিন সূচক

Last Updated:

Bankura Weather: কুয়াশা ও মেঘলা হলেও সকাল বেলা ফিটনেসপ্রেমী দের ভিড়ও সামান্য বেশি ছিল আজ। তবে বেলার দিকে পরিষ্কার হবে আকাশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: হাড় কাঁপানো ঠাণ্ডা থেকে রেহাই পেল বাঁকুড়া। ভোর বেলা থেকে যে ঠান্ডার ছোবল অনুভূত হত বিগত কয়েকদিন সেটা আর নেই বললেই চলে। প্রজাতন্ত্র দিবস ও সরস্বতী পূজার দিনও আকাশের মুখ গোমড়া থাকছে। তবে সেটা ধারাবাহিকতা বজায় রেখে। সাম্প্রতিক মাত্র ১০ ডিগ্রিতে দাঁড়ায় সর্বনিম্ন তাপমাত্রা। আজ তা বেড়ে ১৮ ডিগ্রী।গত কয়েকদিন কুয়াশার হাত থেকে আংশিক রেহাই পেলেও পরশু দিন থেকে মাথা চাড়া দেয় কুয়াশা। আজও তার ব্যাতিক্রম হয়নি। অপরদিকে একটু একটু করে বেড়ে যাচ্ছে তাপমাত্রা।আজ বৃহস্পতি বার সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাত্র ১৮ ডিগ্রী এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ডিগ্রী সেলসিয়াস। বিগত কয়েক দিনের তুলনায় আজ কুয়াশার প্রকোপ বা মেঘলা আকাশের তোয়াক্কা করছেন না বাঁকুড়াবাসী , কারণ একটাই আজ সরস্বতী পূজা এবং প্রজাতন্ত্র দিবস। অনান্য দিনের তুলনায় যান চলাচল অনেকটাই বেশী। কুয়াশা ও মেঘলা হলেও সকাল বেলা ফিটনেসপ্রেমী দের ভিড়ও সামান্য বেশি ছিল আজ। তবে বেলার দিকে পরিষ্কার হবে আকাশ।
কেমন বাঁকুড়ার আবহাওয়া?
কেমন বাঁকুড়ার আবহাওয়া?
advertisement

আজ ২৬শে জানুয়ারি। । আসন্ন সরস্বতী পূজার আয়োজনে মেতেছে শহর বাঁকুড়া আর তার সঙ্গে রয়েছে প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি।স্কুল কলেজেও একই সঙ্গে চলছে দুয়েরই প্রস্তুতি। আজ ৬টা ১৭মিনিটে সূর্যোদয় হলেও অনেক আগেই জেগে ওঠে শহর বাঁকুড়া। আকাশ আংশিক মেঘলা। বেলার দিকে আকাশ পরিষ্কার হওয়ার পূর্বাভাস রয়েছে। আগামী কয়েকদিন এ তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানা যাচ্ছে। বাঁকুড়া শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স দিন দিন অবনতির পথে যা বেলা ৭টার সময় আজ অনেক বেড়ে গিয়ে ৩০১এ দাঁড়িয়েছে যা বেলার দিকে রুদ্রমূর্তি ধারণ করবে। এই মান সাধারণের চেয়ে অনেক বেশি এবং শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকর এখন বাঁকুড়ার বায়ু।

advertisement

আরও পড়ুন: দিঘাতে জানুয়ারি মাসেই এ কেমন আবহাওয়া! অবাক পর্যটকরা, হঠাৎ বদলে তুমুল শোরগোল

সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত অতিবেগুনি রশ্মির পরিমাণ আজ তুলনামূলকভাবে আবারও বেশি থাকবে। সারাদিন দক্ষিণ পূর্ব দিকে মাত্র ৪ কিমি বেগে হাওয়া বইবে। তবে বায়ুতে আদ্রতার পরিমাণ ৮৭% যা গতকালের তুলনায় বেশি থাকায় এবং তাপমাত্রা বৃদ্ধির কারণে আগাম পুনরায় কুয়াশার সম্ভাবনা ঠেকানো যাচ্ছেনা। আবহাওয়ার কারণেই হোক বা আজকের বিশেষ দিনটার কারণে ঘুম ভাঙতে না চাইলেও ২৩ সে জানুয়ারির উষ্ণ দেশপ্রেমকে আলিঙ্গন করে আজ ২৬ শে জানুয়ারি সরস্বতী পূজা ও প্রজাতন্ত্র দিবসের আমেজে জেগে উঠেছে শহর বাঁকুড়া। পার্কে এবং ফাঁকা রাস্তায় মর্নিং ওয়াক করতে দেখা যাচ্ছে বেশ কয়েকজনকে। সারা শহরের ভিড় যেন চায়ের দোকান গুলোতে গিয়ে জমা হয়েছে। তাপমাত্রা বাড়ুক বা কমুক চায়ের দোকানের সামনেটার চিত্র সবসময় একই রকম থাকছে।

advertisement

View More

আরও পড়ুন: নামখানায় জেলেদের জালে এ কোন দানব! ওজন আর দাম শুনলে বিশ্বাস হবে না, তোলপাড় এলাকা

সেরা ভিডিও

আরও দেখুন
স্বাধীনতা আন্দোলনের গোপন ঘাঁটি ছিল এই কালীমন্দির! দেখে আসুন নিজের চোখেই
আরও দেখুন

তবে এই কি আদৌও শেষ ?। আগামিকাল থেকে অল্প অল্প করে তাপমাত্রা এবার ঊর্ধ্বগামী হবে, এমনটাই ভাবা হয়েছিল কিন্তু কমতে পারে তাপমাত্রা। তবে এটুকু স্পষ্ট যে আর মাত্র কয়েকদিন তার পরেই শেষ হতে চলেছে শহর বাঁকুড়ায় শীতের শেষ ইনিংস।

advertisement

বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura Weather: সরস্বতী বন্দনায় বাধা হচ্ছে না আবহাওয়া! জেনে নিন সূচক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল