Digha: দিঘাতে জানুয়ারি মাসেই এ কেমন আবহাওয়া! অবাক পর্যটকরা, হঠাৎ বদলে তুমুল শোরগোল
- Published by:Suman Biswas
- local18
Last Updated:
Digha: দিঘায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। জানুয়ারি মাসে শীত উধাও দিঘা সহ জেলা জুড়ে বসন্তের আবহাওয়া।
দিঘা: মাঘ মাসেই বসন্তের আগমন দিঘা সহ পূর্ব মেদিনীপুর জেলায়। প্রতিদিন বাড়ছে তাপমাত্রা। শীত বিদায় নিয়ে বসন্ত এসেছে জেলায়।আবহাওয়ার বড় বড় পরিবর্তন না হওয়ায় প্রতিদিন বাড়ছে তাপমাত্রা। প্রকৃতি যেন জানান দিচ্ছে বসন্তের আগমন। বুধবারের চেয়েও বৃহস্পতিবার তাপমাত্রার পারদ আরও ঊর্ধ্বমুখী। সকালের দিকে কুয়াশা ও সারাদিন মেঘমুক্ত রোদ ঝলমলে আকাশ। কমেছে উত্তরে হওয়ার দাপট, তাপমাত্রা বাড়ছে। দিঘায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। জানুয়ারি মাসে শীত উধাও দিঘা সহ জেলা জুড়ে বসন্তের আবহাওয়া।
আবহাওয়া দফতরের ওয়েবসাইট থেকে পাওয়া যায় দিঘার শেষ ২৪ ঘণ্টায় আবহাওয়া ছিল, সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। এদিন অর্থাৎ ২৬ জানুয়ারি বৃহস্পতিবার দিঘার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। আবহাওয়ার তারতম্যের কারণে দিঘায় সকালবেলা সমুদ্র সৈকত ঢেকে গিয়েছে কুয়াশায়। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৬ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় দিঘায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
advertisement
advertisement
পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি বেশী। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮৯ শতাংশ। সকালের দিকে কুয়াশা আবার কোথাও ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ। আগামী ২৪ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। পূর্ব মেদিনীপুর জেলার শিল্পাঞ্চল শহর হলদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। হলদিয়ার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশ।
advertisement
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। কাঁথি শহরের প্রতিদিনই সর্বনিম্ন তাপমাত্রা বাড়ছে। জানুয়ারি মাসেই শীত উধাও কাঁথিতে। পূর্ব মেদিনীপুর জেলার এগরা শহরের তাপমাত্রা সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াস। এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার তারতমের কারণে জেলার বেশ কিছু এলাকায় ঘন কুয়াশা আবার কোথাও হালকা কুয়াশা। আকাশ সকালের দিকে কুয়াশায় ঢাকা। বেলা বাড়লে কুয়াশা সরিয়ে মেঘের দেখা মিলবে। আগামিকাল দীঘা সহ জেলা সর্বত্রই সকালের দিকে কুয়াশা ও কুয়াশা সরলে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
January 26, 2023 10:56 AM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Digha: দিঘাতে জানুয়ারি মাসেই এ কেমন আবহাওয়া! অবাক পর্যটকরা, হঠাৎ বদলে তুমুল শোরগোল