Saraswati Puja 2023: দুর্গাপুজোর থেকে একচুলও কম না, দিকেদিকে বড় বড় সরস্বতী পুজো! কোথায়? যাবেন নাকি!
- Published by:Suman Biswas
- Written by:Saradindu Ghosh
Last Updated:
Saraswati Puja 2023: একের পর এক পুজোর উদ্বোধন করলেন মন্ত্রী, কালনায় শুরু হয়ে গেল সরস্বতী পুজোর প্যান্ডেল হপিং।
কালনা: কালনায় সারা বছরের সবচেয়ে বড় উৎসব হচ্ছে সরস্বতী পুজো। রাজ্যের অন্যত্র একদিন বা দুদিন ধরে এই পুজো হলেও কালনায় তা চার-পাঁচ দিন স্থায়ী হয়। বিশাল বাজেটের থিমের পুজো করে বেশ কয়েকটি বারোয়ারি। আজ বুধবার থেকেই অনেক পুজো দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। মণ্ডপের পাশাপাশি রয়েছে সুদৃশ্য আলোকসজ্জা। এদিন শহরের বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ।
ভাগীরথী তীরের শহর কালনাকে মন্দির শহর বলা হয়। সেই শহরে সরস্বতী পুজো উপলক্ষে তৈরি হয়েছে দেশের আরও কিছু মন্দিরের আদলে মন্ডপ। থিমে একে অপরকে টেক্কা দিতে চাইছে সকলেই। শুধু কালনা নয়, পূর্বস্থলী সহ মহকুমা জুড়ে কোথাও তিন দিন, কোথাও চার দিন ধরে সরস্বতী পুজো হয়।
advertisement
advertisement
বারুইপাড়া দক্ষিণ বারোয়ারির থিম কাশী বিশ্বনাথ মন্দির। নাটমঞ্চ-সহ তিনটি মন্দির তৈরি করা হয়েছে। একটিতে রয়েছেন বিদ্যার দেবী। পুরাতন বাসস্ট্যান্ড এলাকার এভারগ্রিন ক্লাব বৌদ্ধ মন্দিরের আদলে মন্ডপ তৈরি করেছে। শ্বাসপুর শীতলা সঙ্ঘের থিম মথুরার কৃষ্ণমন্দির। নানা ফলের খোসা,বীজ দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে শিল্পকর্ম। জগন্নাথতলার শিব মন্দিরের অনুকরণে মণ্ডপ তৈরি করেছে গোলক সমিতি। লালবাগান এলাকার নটরাজ ক্লাবে বৌদ্ধ মন্দির, সূর্য সমিতির বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরের আদলে মণ্ডপও চোখ টানবে দর্শকদের।
advertisement
কালনা রাজবাড়ি এলাকায় প্রাচীন মন্দিরগুলির কাছাকাছি মাথা তুলেছে ত্রিধারা ক্লাবের মণ্ডপ। এখানে গুজরাতের নীলকণ্ঠ মন্দিরের আদলে মন্ডপ তৈরি করা হয়েছে। থাকছে মধ্যপ্রদেশের জব্বলপুরের একটি ব্যান্ডও জুবিলি স্টার ক্লাব গুজরাতের স্বামী নারায়ণ মন্দিরের আদলে মন্ডপ গড়েছে।মন্দিরের গায়ে দেবদেবীর মূর্তি, সূক্ষ কারুকাজ যথাসাধ্য ফুটিয়ে তুলেছেন শিল্পীরা। সব মিলিয়ে দর্শকদের চোখ টানতে চেষ্টা ত্রুটি রাখছে না বড় পুজো কমিটিগুলি। সব মণ্ডপেই থাকছে মানানসই থিমের প্রতিমা। থাকছে বাহারি আলোকসজ্জা। অনেক পুজো মণ্ডপের সামনে মেলাও বসেছে। বুধবার থেকেই মন্ডপে মন্ডপে ঘুরে প্রতিমা দর্শন শুরু করে দিয়েছেন বাসিন্দারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 26, 2023 10:07 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Saraswati Puja 2023: দুর্গাপুজোর থেকে একচুলও কম না, দিকেদিকে বড় বড় সরস্বতী পুজো! কোথায়? যাবেন নাকি!