Pathaan Showtimes: সারা দেশে এক ছবি, ইন্দোরে অন্য! বন্ধ পাঠানের শো, কারণ শুনলে পায়ের তলার মাটি সরে যাবে

Last Updated:

Pathaan Showtimes: মধ্যপ্রদেশে শুরু থেকেই ‘পাঠান’ বিরোধী হাওয়া ছিল প্রবল। বিজেপি শাসিত সে রাজ্যের নেতা-মন্ত্রীরা পর্যন্ত এই ছবির বিরেধিতায় আসরে নেমে পড়েছিলেন। এমনকী, পাঠান মুক্তির দিনও বজায় রইল সেই বিরোধিতা।

পাঠানের শো বন্ধ
পাঠানের শো বন্ধ
ইন্দোর: অসাধারণ কামব্যাক করেছেন শাহরুখ খান। গোটা দেশে গ্র্যান্ড ওপেনিং করেছে শাহরুখের 'পাঠান'। কিন্তু তা সত্ত্বেও মধ্যপ্রদেশের ইন্দোরের কয়েকটি সিনেমা হলে ‘পাঠান’-এর স্ক্রিনিং আটকে দিল বজরং দলের সদস্যরা। এই নিয়ে এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়। পাঠানের স্ক্রিনিং আটকাতে শো শুরু হতেই প্রেক্ষাগৃহে ঢুকে পড়ে হইচই বাধিয়ে দেয় বজরং দলের সদস্যরা। তাঁদের হট্টগোলের জেরে সকালের দিকের বেশ কিছু শো বাতিল করে দেন হল মালিকরা।
প্রসঙ্গত, মধ্যপ্রদেশে শুরু থেকেই ‘পাঠান’ বিরোধী হাওয়া ছিল প্রবল। বিজেপি শাসিত সে রাজ্যের নেতা-মন্ত্রীরা পর্যন্ত এই ছবির বিরেধিতায় আসরে নেমে পড়েছিলেন। এমনকী, পাঠান মুক্তির দিনও বজায় রইল সেই বিরোধিতা। এই ঘটনায় কিছুটা হলেও হতাশ ইন্দোরের শাহরুখ ভক্তরা। বুধবার ইন্দোরের কস্তুর সিনেমা হলের সামনে রাখা শাহরুখের বড় বড় হোর্ডিং, পোস্টার ছিঁড়ে ফেলে বজরং দলের কর্মীরা। পরে সেই সব জায়গায় তাঁরা হনুমান চাল্লিশা চালিয়ে দেন।
advertisement
advertisement
ছবিটি মুক্তি পাওয়ার আগে গত বছরের শেষের দিক থেকে এই ছবি নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। 'বেশরম রং' গানটি মুক্তি পাওয়ার পর সেই বিতর্ক বেড়ে গিয়েছিল কয়েকগুণ। বহু নেতা, মন্ত্রী, ধর্মীয় সংগঠন ছবিটির ঘোরতর বিরোধিতা করেছিল। তাঁদের মতে হিন্দুদের ভাবাবেগে নাকি এই ছবি আঘাত করেছে। সেই কারণেই বিরোধিতা করা হয়েছিল।
advertisement
এদিকে, মুক্তির পর এই ঘটনার আঁচ পড়ে অন্যান্য জায়গাতেও ছড়িয়ে পড়ে। শাহরুখ খানের নামেও কটূক্তি এবং অশ্লীল গালিগালাজ করে স্লোগান দেওয়া হয়। এরপর থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআরও দায়ের করেন। শুধু ইন্দোর নয়, পাঠান মুক্তির ঠিক এক দিন আগে পুণেতে বজরং দল একটি প্রেক্ষাগৃহে ঢুকে ভাঙচুর চালায়। মঙ্গলবার শহরের এক প্রেক্ষাগৃহের সামনে থেকে খুলে ফেলা হল শাহরুখ-দীপিকার পোস্টারও। যদিও এই বিক্ষোভের জেরে পাঠানকে ঘিরে উন্মাদনায় একটুও ভাঁটা পড়েনি। রমরম করে চলছে পাঠান।
বাংলা খবর/ খবর/দেশ/
Pathaan Showtimes: সারা দেশে এক ছবি, ইন্দোরে অন্য! বন্ধ পাঠানের শো, কারণ শুনলে পায়ের তলার মাটি সরে যাবে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement