রোজকার জীবনের সঙ্গী হয়ে স্মার্ট ফোন। সেই স্মার্ট ফোনে থাকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এমনকি আজকাল ব্যাঙ্কের টাকা লেনদেনও হয় এই স্মার্ট ফোন মধ্য দিয়ে। স্মার্ট ফোন হারিয়ে গেলে অত্যন্ত সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে।
আরও পড়ুন: ২৫ বছর পর অভিনব পুনর্মিলন! কারণ জানলে মন ভরে যাবে আপনাদেরও
advertisement
বছরের শেষ দিনে বাঁকুড়া জেলা পুলিশ লাইনের ৫০০ জন ব্যক্তির হাতে তাদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হল। বাঁকুড়া জেলা পুলিশের তত্ত্বাবধানে এই কাজটি করা হয়। প্রায় ৫০০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে আনে বাঁকুড়া জেলা পুলিশ।
আরও পড়ুন: জলসঙ্কটে এলাকাবাসীরা! সাত বছরেও তৈরি হয়নি জলের ট্যাঙ্ক
এই ৫০০ জনের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিলেন পেশায় রাজমিস্ত্রি স্বপন বাবু। বাঁকুড়া জেলার ইন্দাসে বাসিন্দা এই ব্যক্তির মোবাইল ফোন হারিয়ে যায় ঠিক দুই মাস আগে। হারানো মোবাইল হাতে ফিরে পেয়ে স্বপন বলেন "স্যার, আমাদের ভরসা আপনারা! আমার মোবাইল হারিয়ে যাবার পর মোবাইল কিনিনি, জানতাম আপনারা ঠিক খুঁজে বের করে দেবেন। দু'মাসে আর কি এল গেলো ?"এই ঘটনায় বাঁকুড়ার সাধারণ মানুষের ভরসা আরও দৃঢ় হল বাঁকুড়া জেলা পুলিশের প্রতি।
Nilanjan Banerjee