Bankura News: ২৫ বছর পর অভিনব পুনর্মিলন! কারণ জানলে মন ভরে যাবে আপনাদেরও
- Published by:Sayani Rana
Last Updated:
সমাজের কল্যাণের জন্য দীর্ঘ ২৫ বছর পর পুনর্মিলন বাঁকুড়া খ্রিস্টান কলেজের ১৯৯৪ সালের প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের।
বাঁকুড়া: আমাদের প্রত্যেকেরই মনে একটি বিশেষ জায়গা দখল করে রেখেছে আমাদের কলেজ জীবন। স্কুল থেকে কলেজে উত্তীর্ণ হলেই যেন স্বাধীনতার ছোঁয়া লাগে মনে। স্কুলের বন্ধুরা বিভিন্ন বিষয় নিয়ে নানা কলেজে গেলেও কলেজে গিয়ে তৈরি হয় নতুন বন্ধুবান্ধব। তাদেরকে নিয়ে শুরু হয় পথ চলা। কিন্তু কলেজ জীবন পেরিয়ে গেলেই বেশিদিন থাকে না এই সব বন্ধুত্ব। কিন্তু এই কথাটা একেবারে ভুল প্রমাণ করে দিল বাঁকুড়া খ্রিস্টান কলেজের ১৯৯৪ সালের প্রথম বর্ষের ব্যাচ। ২৫ বছর পর তারা আবারও মিলিত হল একসঙ্গে। উদযাপিত করা হল এক অভিনব পুনর্মিলন।
বাঁকুড়া খ্রিস্টান কলেজের ১৯৯৪ সালের সেই ছাত্র-ছাত্রীরা আজ জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত কিন্তু এই পুনর্মিলনে মধ্যে দিয়ে তারা ফিরে পেয়েছিল তাদের সেই কলেজ জীবন। শুধুমাত্র বাঁকুড়া থেকেই নয়, এই অভিনব পুনর্মিলনে মিলিত হয়েছেন সমগ্র রাজ্যে ও তথা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের প্রাক্তন ছাত্র-ছাত্রী।
advertisement
advertisement
এই পুনর্মিলনের পিছনে একটি মহৎ উদ্দেশ্য রয়েছে। সমাজের কল্যাণে জন্য কী কী করা যেতে পারে তার উদ্দেশ্যে প্রায় একশো জন প্রান্তনী একত্রিত হয়েছিলেন। ২৫ বছর পর বাঁকুড়া খ্রিস্টান কলেজের ১৯৯৪ সালের প্রথম বর্ষের এই অভিনব মিলন এক দৃষ্টান্ত স্থাপন করল।
বর্তমান সমাজে তৈরি হয়েছে বিভিন্ন রকমের সংকট। দুঃখ, মহামারী, ভেদাভেদ এবং যে কোনও রকমের সংকটই জয় করে নেয়া যায় যদি একে অপরকে সাহায্যে করা যায়, পাশে থাকা যায়। তাই ২৫টা বছর পর এই অভিনব উদ্দ্যোগ বাঁকুড়া খ্রিস্টান কলেজের ১৯৯৪ সালের প্রথম বর্ষের এই ব্যাচের।
advertisement
Nilanjan Banerjee
Location :
Kolkata,West Bengal
First Published :
April 02, 2023 8:55 PM IST