Purulia News: জলসঙ্কটে এলাকাবাসীরা! সাত বছরেও তৈরি হয়নি জলের ট্যাঙ্ক
- Published by:Sayani Rana
Last Updated:
২০১৬ সালে আরষার খেদাডি আশ্রমের কাছে জলের ট্যাঙ্ক বানানোর কাজ শুরু হয়। প্রায় সাত বছর হয়ে গেলেও এখনও পর্যন্ত শেষ হয়নি নির্মানকাজ।
পুরুলিয়া: কেটে গিয়েছে দীর্ঘ সাত বছর তারপরও শেষ হয়নি জলের ট্যাঙ্ক নির্মাণের কাজ। যার ফলে চরম সংকটের মধ্যে রয়েছে আরষা গ্রামের মানুষেরা। ২০১৬ সালে আরষার খেদাডি আশ্রমের কাছে জলের ট্যাঙ্ক বানানোর কাজ শুরু হয়। প্রায় সাত বছর হয়ে গেলেও এখনও পর্যন্ত শেষ হয়নি নির্মানকাজ।
এলাকার মানুষদের ভুগতে হচ্ছে চরম জল কষ্টে। এ বিষয়ে স্থানীয়দের দাবি ২০১৬ সালে কাজ শুরু হওয়ার পর বেশ কিছুদিন কাজ চলেছিল। তারপর সেই কাজ মাঝখান থেকেই বন্ধ হয়ে যায়। কী কারণে সেই সময় কাজ বন্ধ হয় তা অবশ্য জানা যায়নি। সারা বছরই জলকষ্টে ভুগতে হয় এলাকার মানুষদের। পানীয় জলের জন্য অনেক দূরে যেতে হয় তাদের।
advertisement
আরও পড়ুন: সেতু নাকি মরণফাঁদ! দেখলে আপনিও ভয় পেয়ে যাবেন
বিশেষত গরমের দিনে তাদের এই কষ্ট আরও অনেকটা বেড়ে যায়। প্রায় এক বছর হতে চলল পাইপ লাইনের কাজ শুরু হয়েছে কিন্তু এখনও সেই কাজ শেষ হয়নি। বিভিন্ন জায়গাতেই পাইপ খারাপ হচ্ছে । পরে আবারও তা মেরামতের জন্য মেশিন বসানো হচ্ছে । এই ভাবেই সময় পেরিয়ে যাচ্ছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। যাতে দ্রুত জল ট্যাঙ্কের কাজ সম্পন্ন হয় দাবি স্থানীয়দের।
advertisement
advertisement
আরষা সহ আশেপাশের আরও চার থেকে পাঁচটা গ্রামের মানুষের ভরসা এই জল ট্যাঙ্ক । যার ফলে চরম জল কষ্টের মধ্যে ভুগতে হচ্ছে এলাকার সমস্ত মানুষদের। কবে তাদের সমস্যা সমাধান হবে ? কবে জলের ট্যাঙ্ক চালু হবে ? সেই সুদিনের আশায় দিন গুনছেন তারা।
শর্মিষ্ঠা ব্যানার্জি।
Location :
Kolkata,West Bengal
First Published :
April 01, 2023 1:11 PM IST