রাতের অন্ধকারে এই গরু চুরির নেপথ্যে গোরু পাচারকারীরা যুক্ত বলে অভিযোগ গ্রামবাসীদের। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে কোতুলপুরের খিরি গ্রাম থেকে আটটি গরু নিয়ে পালানোর চেষ্টা করে চোরের দল। কোন কারণে একটি গরু নিয়ে যেতে না পারলেও সাতটি গরু নিয়ে চম্পট দেয় চোরের দল। এদিন গ্রামের চারটি বাড়ি থেকে মোট সাতটি গরু চুরি গিয়েছে বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা।
advertisement
আরও পড়ুন: ভিড় ট্রেনে সিট না পেয়ে জানালা বেয়ে ছাদে উঠছেন মহিলা, আচমকা ভাইরাল বাংলাদেশের চেনা ঘটনা
খিরি গ্রামের বাসিন্দা কার্তিক কোলের ২টি বলদ, বিকাশ ঘোষের ১ টি, সুকুমার ঘোষের ২টি, ছায়া ঘোষের ১ টি-সহ আরও এক জনের ১টি মিলিয়ে মোট ৭ টি গরু চুরি গিয়েছে বলে খবর। আর এই ঘটনায় পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তাঁরা। যদিও ঘটনার খবর পেয়ে দ্রুত গ্রামে পৌঁছয় কোতুলপুর থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে দাবি করা হয়েছে।
আরও পড়ুন: শুধু একটা ডিম! শরীরের অবাঞ্ছিত লোম তুলতে দারুণ কাজে দেবে, জানুন
গ্রামবাসী ছায়া ঘোষ এবং বিকাশ ঘোষ বলেন, তাদের গরুর গোয়াল থেকে রাতের অন্ধকারে গরু চুরি হয়ে গেল আর কেউ জানতে পারল না, এটা কি করে হয় । রাতের অন্ধকারে পুলিশের টহল ব্যবস্থা নিয়েও তারা প্রশ্ন তোলেন। তিনি আরও বলেন আমরা গরীব কৃষিজীবি খেটে খাওয়া মানুষ। এইভাবে গরু চুরি হলে আমরা কৃষিকাজ করব কি করে। আমরা চাই পুলিশ এই গরু চুরির ঘটনায় অবিলম্বে গরু পাচারকারী বা গরু চোরদের ধরে কড়া আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করুক।
জয়জীবন গোস্বামী