ভিড় ট্রেনে সিট না পেয়ে জানালা বেয়ে ছাদে উঠছেন মহিলা, আচমকা ভাইরাল বাংলাদেশের চেনা ঘটনা

Last Updated:

কিন্তু শেষ পর্যন্ত সেটি আর হয়ে উঠল না। নিরাপত্তারক্ষীর নজর পড়তেই মহিলার চেষ্টা ব্যর্থ হয়। (Viral Video)

ভাইরাল ভিডিওর অংশ
ভাইরাল ভিডিওর অংশ
#ঢাকা: ভিড় ট্রেনে সিট না পেয়ে ট্রেনের ছাদে ওঠার প্রবল চেষ্টা চালাচ্ছেন এক মহিলা। ট্রেনের জানালা বেয়ে ছাদে ওঠান চেষ্টা করছেন তিনি। এক ব্যক্তি তাঁর হাত ধরে টেনে নেওয়ার চেষ্টাও করছেন। কিন্তু শেষ পর্যন্ত সেটি আর হয়ে উঠল না। নিরাপত্তারক্ষীর নজর পড়তেই মহিলার চেষ্টা ব্যর্থ হয়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও। ভিডিওটি বাংলাদেশের কোনও একটি স্টেশনের। তবে নিশ্চিত ভাবে স্টেশনের নাম জানা যায়নি। সম্ভবত বাংলাদেশের কোনও লোকাল ট্রেনের ভিডিও এটি। ট্রেনগুলিতে স্বাভাবিক ভাবেই প্রতিদিন এমন ভিড় হয়। এবং অনেকেই ট্রেনের ছাদে উঠে পড়েন সিট না পেলেই।
advertisement
advertisement
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 

A post shared by Vidyadhar Jena (@fresh_outta_stockz)

advertisement
ট্রেনের ছাদে যারা বসে রয়েছেন, তাদের পক্ষেও এ যাত্রা খুবই ঝুঁকিপূর্ণ। যে কোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। তা জেনেও ট্রেনে সিট না পেলেই ছাদে ওঠার চেষ্টা করেন বেশিরভাগ। নিরাপত্তারক্ষীদের চোখে পড়লে সেটি আটকে দেন তাঁরা। নইলে এভাবেই চলে বেশিরভাগ দিনের যাতায়াত। সম্প্রতি বাংলাদেশের এমনই এক ভিডিও নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ার।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ভিড় ট্রেনে সিট না পেয়ে জানালা বেয়ে ছাদে উঠছেন মহিলা, আচমকা ভাইরাল বাংলাদেশের চেনা ঘটনা
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement