শুধু একটা ডিম! শরীরের অবাঞ্ছিত লোম তুলতে দারুণ কাজে দেবে, জানুন

Last Updated:

ঘরোয়া টোটকা ব্যবহার করে আর কয়েকটা টিপস মেনে বাড়িতেই করে নেওয়া যায় এই ঝঞ্ঝাটের কাজ। (Beauty Tips)

শরীরের লোম তোলার উপায়
শরীরের লোম তোলার উপায়
অবাঞ্ছিত লোম তোলা এক হ্যাপা। তার জন্য একগাদা খরচ করতে বা পার্লারে যেতে মোটেই মন চায় না। তবে এত কিছু করার আর প্রয়োজন নেই। ঘরোয়া টোটকা ব্যবহার করে আর কয়েকটা টিপস মেনে বাড়িতেই করে নেওয়া যায় এই ঝঞ্ঝাটের কাজ।
ডিমের মাস্ক
ডিমের সাদা অংশের সঙ্গে কর্ন স্টার্চ আর চিনি মিশিয়ে ঘন প্রলেপ হাতে ও পায়ে লাগাতে হবে। ২০ থেকে ৩০ মিনিট পর যখন চামড়ায় টান ধরবে তখন এই মাস্ক তুলে ফেলতে হবে। শুকনো তোয়ালে দিয়ে মুছে নিতে হবে।
advertisement
লোম তোলার আগে আর্দ্রতা
চিমটে দিয়ে ভুরু তোলার সময় হালকা গরম জল ওই জায়গায় লাগিয়ে ত্বক ভিজিয়ে নিতে হবে। এতে ত্বক আর্দ্র হবে, ফলে লোম তোলার সময় ব্যথা কম লাগবে।
advertisement
এক্সফোলিয়েট
যখনই পায়ের লোম তোলার সময় আসবে,তার আগে পা ভাল করে স্ক্রাব করে নিতে হবে। স্ক্রাব করে হেয়ার রিমুভ করলে অনেক ভাল ফল পাওয়া যায়। স্ক্রাবিং-এর পর লোম তুললে ইনগ্রোন হেয়ার ও পিম্পল হওয়ার আশঙ্কা অনেক কম থাকে।
advertisement
ক্রিম নয়, তেল
অনেকেই পায়ের লোম তোলার জন্য সহজ পন্থা হিসাবে রেজার বেছে নেন। এইভাবে হেয়ার রিমুভ করতে হলে আগে পায়ে নারকেল তেল বা আমন্ড অয়েল লাগিয়ে তারপর রেজার ব্যবহার করলে ভাল হয়। ক্রিমের চেয়ে তেল অনেক বেশি কার্যকরী হয় এই ক্ষেত্রে।
advertisement
অয়েল মাসাজ
ক্যাস্টর অয়েল, নারকেল তেল, সর্ষের তেল, টি ট্রি অয়েল, তিলের তেল, অলিভ অয়েল ইত্যাদি দিয়ে নিয়মিত মাসাজ করলে হাত ও পায়ের লোমের বৃদ্ধি অনেকটাই কমে যায়।
রসুনের রস
কয়েকটি রসুনের কোয়া নিয়ে সেগুলো থেঁতো করে তার থেকে রস বের করতে হবে। এবার সেই রস যেখানে যেখানে অবাঞ্ছিত লোম আছে লাগাতে হবে একটা তুলোর বল দিয়ে। ১৫-২০ মিনিট পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।
advertisement
কর্নফ্লাওয়ার ও দুধের মাস্ক
হাফ কাপ কর্নফ্লাওয়ার ও ১/৪ ভাগ দুধ মেশাতে হবে। যেখানে যেখানে অবাঞ্ছিত লোম আছে এই প্রলেপ লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলতে হবে। আসতে আসতে এই প্রলেপ তুলে শুকনো তোয়ালে দিয়ে মুছে নিতে হবে।
কর্পূর ও সাদা মরিচ
প্রথমে কয়েকটি কর্পূর গুঁড়ো করে নিতে হবে। তার থেকে দুই টেবিল চামচ নিয়ে তার সঙ্গে দুই টেবিল চামচ সাদা মরিচ মেশাতে হবে। এর সঙ্গে যে কোনও ক্যারিয়ার তেল মিশিয়ে লাগাতে হবে। ১৫ মিনিট রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলতে হবে।
advertisement
পেঁপে, হলুদের মাস্ক
পেঁপের শাঁসের সঙ্গে দুই টেবিল চামচ হলুদ মিশিয়ে লাগাতে হবে। ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
শুধু একটা ডিম! শরীরের অবাঞ্ছিত লোম তুলতে দারুণ কাজে দেবে, জানুন
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement