TRENDING:

Bankura: দীর্ঘ টালবাহানার পর অবশেষে চালু বাঁকুড়া-ময়নাপুর মেমু স্পেশাল ট্রেন

Last Updated:

দীর্ঘ প্রায় দু বছর কোভিড আবহে দীর্ঘদিন বন্ধ ছিল বাঁকুড়া ময়নাপুর মেমু স্পেশাল ট্রেন। অবশেষে যাত্রা শুরু করলো এই স্পেশাল ট্রেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাঁকুড়া : দীর্ঘ প্রায় দু বছর কোভিড আবহে দীর্ঘদিন বন্ধ ছিল বাঁকুড়া ময়নাপুর মেমু স্পেশাল ট্রেন। অবশেষে যাত্রা শুরু করলো এই স্পেশাল ট্রেন। ০৮৬৪৬ বাঁকুড়া ময়নাপুর মেমু স্পেশাল ট্রেন প্রত্যহ সন্ধ্যে ৬ টা ৫ মিনিটে বাঁকুড়া স্টেশন থেকে ছাড়বে। এবং ময়নাপুর পৌঁছবে সন্ধ্যে ৭ টা ১৫ মিনিট নাগাদ। বুধবার সন্ধ্যা নাগাদ বাঁকুড়া স্টেশনে পতাকা নেড়ে এই ট্রেন যাত্রার শুভ সূচণা করেলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। উপস্থিত ছিলেন বাঁকুড়া স্টেশনের স্থানীয় রেল আধিকারিকরাও। বাঁকুড়া ময়নাপুর স্পেশাল ট্রেনে উঠে দীর্ঘক্ষণ যাত্রীদের সুবিধা-অসুবিধের কথা জানতে চান বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।
advertisement

 

 

ট্রেনে উঠে যাত্রীদের হাতে চকোলেটও তুলে দেন তিনি। বন্ধ হয়ে যাওয়া স্পেশাল ট্রেনকে আবার ফিরে পেয়ে আনন্দিত দৈনন্দিন যাত্রী থেকে সাধারণ মানুষজন। ট্রেন চালুর বিষয়ে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বলেন কোভিড আবহে স্পেশাল ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় অনেকখানি সমস্যায় পড়েছিলেন সাধারণ মানুষ থেকে নিত্য যাত্রীরা। সেই কথা বারবার রেল দপ্তরে জানিয়েছিলেন তিনি।

advertisement

View More

আরও পড়ুনঃ ৫০০টি হারানো মোবাইল উদ্ধার বাঁকুড়া জেলা পুলিশের

 

 

অবশেষে এই রেল যাত্রার শুভারম্ভ সাধারণ মানুষের অনেকখানি সমস্যা মিটবে বলে তিনি জানান। তিনি আরও বলেন, বিষ্ণুপুর লাইন এর সমস্ত ট্রেন চালু হয়ে গেল। তিনি কথা দিলে কথা রাখেন বলেও দাবি করেন। আগামী দিনে যে সমস্ত ট্রেনের স্টপেজ গুলো বন্ধ হয়ে রয়েছে সেই স্টপেজ গুলো খোলার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন সাংসদ।

advertisement

আরও পড়ুনঃ শহরের নিরাপত্তা বাড়াতে চালু হল সিসিটিভি ক্যামেরা

 

 

এই বিষয়ে আদরা ডিআরএম এবং আদ্রা ডিসিএম এর সাথে কথাবার্তা চলছে। তবে তারকেশ্বর বিষ্ণুপুর ট্রেন নিয়ে রাজনৈতিক চক্রান্ত হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এই তারকেশ্বর রেললাইনে থেকে জয়রামবাটি পর্যন্ত জমি অধিগ্রহণ হয়ে গেছে খুব শীঘ্রই এই লাইন চালু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

advertisement

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Joyjiban Goswami

বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura: দীর্ঘ টালবাহানার পর অবশেষে চালু বাঁকুড়া-ময়নাপুর মেমু স্পেশাল ট্রেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল