Bankura: ৫০০টি হারানো মোবাইল উদ্ধার বাঁকুড়া জেলা পুলিশের

Last Updated:

অত্যাধুনিক তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে আবারও বড়সড় সাফল্য পেল বাঁকুড়া জেলা পুলিশ। উদ্ধার করা হল প্রায় ৫০০ টি মোবাইল। জেলার মোবাইল চোরেরা এবার সাবধান।

#বাঁকুড়া : অত্যাধুনিক তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে আবারও বড়সড় সাফল্য পেল বাঁকুড়া জেলা পুলিশ। উদ্ধার করা হল প্রায় ৫০০ টি মোবাইল। জেলার মোবাইল চোরেরা এবার সাবধান। চুরি করা মোবাইল এর অবস্থান চিহ্নিত করে আপনার ঘরে অনায়াসে হানা দিতে পারে জেলা পুলিশের একটি স্পেশাল অপারেশন গ্রুপ। আর তাতেই মোবাইল সহ আপনার ঠাঁই হবে শ্রীঘরে। মঙ্গলবার বাঁকুড়া জেলা পুলিশের সন্ধান নামে ওয়েব পোর্টালের মাধ্যমে হারিয়ে যাওয়া প্রায় ৫০০ টি মোবাইল ফোন পুনরুদ্ধার করে বাঁকুড়া জেলা পুলিশ লাইনে একটি অনুষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্ট মোবাইল গ্রাহকদের হাতে তুলে দিলেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারী এবং পুলিশ আধিকারিকরা।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার বৈভব তিওয়ারী, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) বিবেক ভার্মা, ডিএসপি ডিএনটি সুপ্রকাশ দাস, ডিএসপি ট্রাফিক সন্দীপ মাল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। বর্তমান দিনে মানুষের বিভিন্ন মূল্যবান তথ্য সংরক্ষণ এবং সম্প্রচারের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে এই মোবাইল ফোন। সেই মূল্যবান স্মার্ট ফোন চুরি হওয়া বা হারিয়ে যাওয়াতে জেলার বিভিন্ন প্রান্তের মানুষ বিপাকে পড়তে হয়েছে বহু মানুষকে।
advertisement
আরও পড়ুনঃ শহরের নিরাপত্তা বাড়াতে চালু হল সিসিটিভি ক্যামেরা
বাঁকুড়া জেলার মোবাইল হারানোর অভিযোগের ভিত্তিতে সন্ধান নামের ওয়েব পোর্টালের মাধ্যমে বিভিন্ন ফোনের ডাটা সংগ্রহ করে মোবাইল ফোনের খোঁজ শুরু করে বাঁকুড়া জেলা পুলিশ।  মেলে সাফল্যও। কোথাও মোবাইল চুরি করা চোরকে ধরা হয় আবার কোথাও হারিয়ে যাওয়া ফোনের সন্ধান পাওয়া যায় বিভিন্ন এলাকা থেকে। জেলা পুলিশের পক্ষ থেকে শুরু হয় এক এক করে মোবাইল সংগ্রহের কাজ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ জয়পুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২
বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি জানান দুই থেকে তিন মাসের মধ্যে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া ৫০০ টি মোবাইল সংশ্লিষ্ট মোবাইলের গ্রাহক দের হাতে তুলে দেওয়া হল। এই ৫০০টি মোবাইল জেলার বিভিন্ন থানা থেকে অভিযোগের ভিত্তিতেই উদ্ধার করা হয়েছে। এদিকে হারানো ফোন আবার ফিরে পেয়ে বেজায় আপ্লুত মোবাইল ফিরে পাওয়া ব্যক্তিরা। তারা ধন্যবাদ জানিয়েছেন বাঁকুড়া জেলা পুলিশকে।
advertisement
Joyjiban Goswami
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura: ৫০০টি হারানো মোবাইল উদ্ধার বাঁকুড়া জেলা পুলিশের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement