পুলিশ সূত্রে জানা যায় বাঁকুড়ার বিভিন্ন থানা এলাকায় চলছিল অবৈধ চোলাই মদ তৈরি। জেলা পুলিশের পক্ষ থেকে একাধিকবার সচেতন করা হলেও হুঁশ ফেরেনি এই সমস্ত চোলাই মদ কারবারিদের। দিব্যি চলছিল চোলাই মদের কারবার। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার হঠাৎই বাঁকুড়া জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালান হয়।
আরও পড়ুনঃ আলমারি ভেঙ্গে সোনা ও রূপোর গহনা নিয়ে পালাল চোর
advertisement
তবে পুলিশ কর্মীরা এলাকার গ্রামগুলিতে অভিযানে যাবার আগেই চোলাই মদের কারবারিরা গ্রাম ছেড়ে পালিয়ে যায়। তবে সেই সমস্ত এলাকা থেকে চারজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। প্রসঙ্গত, বিষাক্ত উপকরণ দিয়ে স্বল্প খরচে তৈরি চোলাই মদ পান করে ইতিপূর্বে দেশের বিভিন্ন জায়গায় মৃত্যুর ঘটনা ঘটে তা একাধিকবার সংবাদ শিরোনামে উঠে এসেছে।
আরও পড়ুনঃ জঙ্গলমহলে তৈরি হচ্ছে গ্ৰীণ ব্যাগ
তারপরও যেভাবে চলছে রমরমিয়ে এই কারবার তা যেকোনও সময় ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে। আগামী দিনে বেআইনিভাবে তৈরী করা চোলাই মদ ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও পুলিশ সূত্রে জানা যায়। জেলা পুলিশের এই উদ্যোগে খুশি ওইসব এলাকার সাধারণ মানুষজন।
Joyjiban Goswami