TRENDING:

Bankura News: ভিডিও পোস্ট করে গ্রেফতার ছাত্র! কিংবদন্তীকে ঘিরে কুরুচিকর ভিডিওর অভিযোগ

Last Updated:

পন্ডিত রঘুনাথ মুর্মুর মূর্তিকে কুরুচিকর অঙ্গভঙ্গি, দেখুন সেই ভিডিও 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া:  রঘুনাথ মুর্মুর মূর্তির সাথে অবমাননাকর ভিডিও তুলে পোস্ট করে গ্রেফতার ছাত্র, বাঁকুড়ায় আন্দোলনে আদিবাসীরা৷
advertisement

সাঁওতালি মাধ্যমে অলচিকি হরফের স্রষ্ঠা পন্ডিত রঘুনাথ মুর্মুর মূর্তিকে নিয়ে বিকৃত ও অবমাননাকর ভিডিও তৈরী করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে উত্তাল হল বাঁকুড়ার জঙ্গলমহল। ইতিমধ্যেই অভিযুক্ত ছাত্রকে গ্রেফতার করেছে সারেঙ্গা থানার পুলিশ। অন্যদিকে এই ঘটনায় অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবীতে পথে নেমেছে আদিবাসীদের সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল। ওই সামাজিক সংগঠনের ব্যানারে বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কের পি মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন আদিবাসীরা।

advertisement

আরও পড়ুন: বাঁকুড়ার গিয়ে কাপিষ্টা যাননি নিশ্চই? গ্রামে পা দিলে আপনার ভাগ্য বদল নিশ্চিত, যাবেন নাকি?

বাঁকুড়ার খাতড়া আদিবাসী কলেজের তৃতীয় বর্ষের পরীক্ষার সেন্টার হয়েছে বাঁকুড়ার পিড়রগাড়ি পন্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি কলেজে। বুধবার সেখানে পরীক্ষা দেওয়ার পর খাতড়া আদিবাসী কলেজের তৃতীয় বর্ষের ছাত্র শেখ মহম্মদ কাইফ পিড়রগাড়ি কলেজে থাকা পন্ডিত রঘুনাথ মুর্মুর মূর্তিকে নিয়ে একটি ভিডিও তৈরী করে বলে অভিযোগ। সেই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে পিড়রগাড়ি পন্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি কলেজ কর্তৃপক্ষ।

advertisement

View More

অভিযুক্ত ছাত্র ওই ভিডিওতে পন্ডিত রঘুনাথ মুর্মুর মূর্তির অবমাননা করেছে এই মর্মে পিড়রগাড়ি কলেজের পক্ষ থেকে সারেঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে শেখ মহম্মদ কাইফ নামের ওই ছাত্রকে গ্রেফতার করে আজ খাতড়া মহকুমা আদালতে পেশ করে সারেঙ্গা থানার পুলিশ। আদালত ওই ছাত্রের জামিনের আবেদন নামঞ্জুর করে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেয়।

advertisement

আরও পড়ুন: বাড়ির সামনেই মিনি অযোধ্যা, প্রকৃতির কোলে ছুটি কাটাতে অবশ্যই 'এই' জায়গায় ঘুরে আসুন

এদিকে অভিযুক্ত ছাত্রর কঠোরতম শাস্তির দাবীতে বৃহস্পতিবার বিকাল থেকেই আন্দোলনে নামে আদিবাসীদের সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পরগণা মহল। নিজেদের দাবীর সমর্থনে ভারত জাকাত মাঝি পারগানা মহলের কর্মীরা পিড়রগাড়ি এলাকায় মিছিল করার পাশাপাশি বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে। ছাত্রটিকে কঠোর শাস্তি দেওয়া না হলে আগামীদিনে জঙ্গলমহলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ছাত্রটির কঠোর শাস্তির দাবী জানিয়েছেন স্থানীয় বিধায়ক থেকে শুরু করে পিড়রগাড়ি পন্ডিত রঘুনাথ মুর্মু স্মৃতি কলেজ কর্তৃপক্ষও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

Priyabrata Goswami

বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: ভিডিও পোস্ট করে গ্রেফতার ছাত্র! কিংবদন্তীকে ঘিরে কুরুচিকর ভিডিওর অভিযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল