Unique Profession| Bankura Tourism|| বাঁকুড়ার গিয়ে কাপিষ্টা যাননি নিশ্চই? গ্রামে পা দিলে আপনার ভাগ্য বদল নিশ্চিত, যাবেন নাকি?

Last Updated:

Bankura Tourism, Unique Profession: কবে চাকরি পাবেন? পড়াশোনা কেমন এগুবে? মেয়ের বিয়ের যোগ আছে? আপনার স্বাস্থ্য ঠিক থাকবে তো? এ সব প্রশ্নের উত্তর আছে কাপিষ্টা গ্রামে।

+
বাঁকুড়া

বাঁকুড়া

বাঁকুড়া: কবে চাকরি পাবেন? পড়াশোনা কেমন এগোবে? মেয়ের বিয়ের যোগ রয়েছে? আপনার স্বাস্থ্য ঠিক থাকবে তো? এ সব প্রশ্নের মুখে আমরা সকলেই পড়ি। নিজের ভবিষ্যতটা একটু জেনে নিতে কার না ভাল লাগে! ঠিক তখনই আমরা শরণাপন্ন হই স্বনামধন্য কোনও জ্যোতিষের কাছে। জানেন কি? বাঁকুড়ায় এমন একটি গ্রাম রয়েছে, যাদের মূল জীবিকা জ্যোতিষচর্চা।
বাঁকুড়া জেলার কাপিষ্টা গ্রামের ঘরে ঘরে রয়েছে নামকরা জ্যোতিষী। যারা চোখে আঙুল দিয়ে বলে দিতে পারে আপনার ভবিষ্যৎ। কাশি থেকে এসেছিলেন এক দামাল ছেলে, নাম রামসুন্দর দ্বিবেদি। কোনও এক ঋষি তাঁকে দর্শন দিয়ে বাংলাদেশ আসতে বলেন। ভাগ্যের শিকল যার হাতে তাঁর ভাগ্য আগে থেকেই নির্ধারিত ছিল। রামসুন্দর দ্বিবেদি কাপিষ্টা গ্রামে এসে শুরু করেন জ্যোতিষ চর্চা। তাঁর হাত ধরেই বর্তমানের কাপিষ্ঠা গ্রাম আজ জ্যোতিষ গ্রাম বলে পরিচিত। দামাল ছেলে রামসুন্দরকে এখন সকলে চেনেন পণ্ডিত রামসুন্দর দ্বিবেদি নামে।
advertisement
আরও পড়ুনঃ 'Now it's official', প্রেমে হাবুডুবু দিতিপ্রিয়া! জনপ্রিয় 'প্রেমিক' নায়ককে চেনেন? ছবি ফাঁস
বাড়িতে বাড়িতে লাগানো বোর্ড। দূর-দূরান্ত থেকে আসছে মানুষ। প্রত্যেকেই নিজের ভবিষ্যৎ জেনে সাজিয়ে নিতে চান ঘুঁটি। আর সেই কাজ করে চলেছেন কাপিষ্টা গ্রামের জ্যোতিষীরা। হাতে নাতে ফলাফল পেতেই এই গ্রামে আসছেন অনেকে। গ্রামের জ্যোতিষ ইতিহাসের সাক্ষী জ্যোতিষ মন্দির।
advertisement
advertisement
"কতই রঙ্গ দেখি দুনিয়ায়", বাঁকুড়ার ঝুলিতে লুকোনো রয়েছে আরও কতই অবাক করা দৃষ্টান্ত। বাঁকুড়ার জ্যোতিষ গ্রাম তার জ্বলন্ত উদাহরণ। বাঁকুড়া শহর থেকে অমরকানন যাওয়ার পথে ডানদিকে কোড়ো পাহাড়ের রাস্তা ধরে পাহাড়ের পাদদেশ থেকে ডানদিকে চলে গেলেই পৌঁছে যাবেন এই জ্যোতিষ গ্রাম কাপিষ্টায়। ভাগ্য জানতে আপনিও ঘুরে আসতে পারেন।
Nilanjan Banerjee
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Unique Profession| Bankura Tourism|| বাঁকুড়ার গিয়ে কাপিষ্টা যাননি নিশ্চই? গ্রামে পা দিলে আপনার ভাগ্য বদল নিশ্চিত, যাবেন নাকি?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement