*তবে সত্যি কি প্রেম করছেন দিতিপ্রিয়া এবং সুহোত্র? নাকি কোনও নয়া প্রজেক্টের প্রোমোশন? যদিও এই দুটি বিষয় নিয়েই নেটিজেনদের মনে বড় প্রশ্ন তুলে দিয়েছেন। অনেকেই বলছেন নতুন কাজের জন্য জুটি বাঁধছেন তাঁরা, এটা তারই পাকাপাকি খবর। আর একদলের মতে সরস্বতী পুজোর পরেই এমন ছবি তো প্রেমের কথা বলবেই! ছবিঃ ইনস্টাগ্রাম।
*শেষ বার প্রেমে পড়েছিলেন ‘মুক্তি’ সিরিজে। তার পরে ভাই-বোনের গল্পে কাজ করেছেন দিতিপ্রিয়া। 'স্টোরিজ অন দ্য নেক্সট পেজ'- এ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভাই-বোনের জুটি। এ বার সুহোত্র মুখোপাধ্যায়ের সঙ্গে তৈরি হবে রসায়ন। মাস কয়েকের মধ্যেই দিতিপ্রিয়া-সুহোত্রর প্রেম ফুটে উঠবে পর্দায়। ছবিঃ ইনস্টাগ্রাম।