কালচিনি সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে অভিযোগ জানাতে এসে নিজের চোখের জল ধরে রাখতে পারছিলেন না অষ্টমী সাহা। তিনি ছাড়ারাও এলাকার একাধিক মহিলারা এসে আবাস যোজনার বিষয়ে অভিযোগ করেন। একাধিক মহিলার অভিযোগ শুনে স্তম্ভিত বিডিও। মহিলাদের অভিযোগ, 'যাদের পাকা বাড়ি রয়েছে তাদের নাম এসেছে। তবে যাদের দরকার তাদের নাম নেই। আমরা চাই প্রশাসনের আধিকারিকরা খোদ এলাকায় এসে বিষয়টি দেখুক।
advertisement
আরও পড়ুনঃ দলগাঁও চা বাগানে স্বস্তি, খাঁচাবন্দী হল একটি লেপার্ড
যোগ্য ব্যক্তিকে এই আবাস যোজনার সুবিধা দেওয়া হক। কিভাবে একজন পাকা দোতলায় বাড়ির বাসিন্দাদের আবাস যোজনায় নাম উঠছে সেই বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন তারা। কালচিনি ব্লক বিডিও অফিস সূত্রে জানা গিয়েছে, "জেলাশাসকের দফতরে সম্প্রতি এক বৈঠকের আয়োজন হয়েছে। সেখানে এসব বিষয় নিয়ে আলোচনা করা হবে। সঠিক মানুষ সুবিধা পাক তারাও চাইছেন। খুব শীঘ্রই পরিদর্শন করা হবে।"
Annanya Dey