TRENDING:

Alipurduar News: আবাস যোজনার তালিকায় নাম নেই! বিডিও অফিসে জমায়েত মহিলাদের

Last Updated:

নিজের জমি রয়েছে, তবে নেই বাড়ি। আশা করেছিলেন আবাস যোজনায় প্রকল্পের অধীনে তৈরি হবে বাড়ি। তবে সেই তালিকায়ও নাম নেই কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জের রবীন্দ্রনগরের বাসিন্দা অষ্টমী সাহার। এতদিন এক আত্মীয়ের বাড়িতে কাটছিল তার দিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিপুরদুয়ার : নিজের জমি রয়েছে, তবে নেই বাড়ি। আশা করেছিলেন আবাস যোজনায় প্রকল্পের অধীনে তৈরি হবে বাড়ি। তবে সেই তালিকায়ও নাম নেই কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জের রবীন্দ্রনগরের বাসিন্দা অষ্টমী সাহার। এতদিন এক আত্মীয়ের বাড়িতে কাটছিল তার দিন। আশা ছিল আবাস যোজনায় বাড়ি মিললে, নিজের জমিতে বাড়ি তৈরি করবেন। কিন্তু সেই তালিকায় আসেনি নাম। অন্যদিকে, যে আত্মীয়ের বাড়িতে দিন কাটছিল সেও বিক্রি করতে চলেছে তার বাড়ি, এখন কোথায় থাকবেন অষ্টমী সাহা?তা ভেবেই রাতের ঘুম উড়েছে তার ।
advertisement

কালচিনি সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে অভিযোগ জানাতে এসে নিজের চোখের জল ধরে রাখতে পারছিলেন না অষ্টমী সাহা। তিনি ছাড়ারাও এলাকার একাধিক মহিলারা এসে আবাস যোজনার বিষয়ে অভিযোগ করেন। একাধিক মহিলার অভিযোগ শুনে স্তম্ভিত বিডিও। মহিলাদের অভিযোগ, 'যাদের পাকা বাড়ি রয়েছে তাদের নাম এসেছে। তবে যাদের দরকার তাদের নাম নেই। আমরা চাই প্রশাসনের আধিকারিকরা খোদ এলাকায় এসে বিষয়টি দেখুক।

advertisement

আরও পড়ুনঃ দলগাঁও চা বাগানে স্বস্তি, খাঁচাবন্দী হল একটি লেপার্ড

যোগ্য ব্যক্তিকে এই আবাস যোজনার সুবিধা দেওয়া হক। কিভাবে একজন পাকা দোতলায় বাড়ির বাসিন্দাদের আবাস যোজনায় নাম উঠছে সেই বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন তারা। কালচিনি ব্লক বিডিও অফিস সূত্রে জানা গিয়েছে, "জেলাশাসকের দফতরে সম্প্রতি এক বৈঠকের আয়োজন হয়েছে। সেখানে এসব বিষয় নিয়ে আলোচনা করা হবে। সঠিক মানুষ সুবিধা পাক তারাও চাইছেন। খুব শীঘ্রই পরিদর্শন করা হবে।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: আবাস যোজনার তালিকায় নাম নেই! বিডিও অফিসে জমায়েত মহিলাদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল