রবিবার রাতে রামঝোরা চা বাগানের কাছে সিসি ক্যামেরায় দেখা যায়, একটি হাতির দল জড়ো হচ্ছে এবং গ্রাম অভিমুখে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। তার আগে গোপন বৈঠক সারছে হাতিগুলি। ছোট, বড় মিলিয়ে রয়েছে প্রায় ১৫ থেকে ২০টি হাতি।
advertisement
জলদাপাড়া জঙ্গল সংলগ্ন গ্রামগুলিতে হাতির হানার ঘটনা নতুন কোনও বিষয় নয়। হাতি প্রায়দিনই গ্রামে প্রবেশ করে এলাকার মানুষের রেশন সামগ্রী, বাড়িঘর নষ্ট করে। হাতিদের ভয়ে বিকেল হলে ঘর থেকে বের হওয়া বন্ধ করেছেন বাসিন্দারা। বন্য হাতিদের গতিবিধি বুঝতে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষের পক্ষ থেকে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে বিভিন্ন স্থানে। খোলা হয়েছে কন্টোলরুম। হাতিদের গ্রামে যাওয়া থেকে বিরত রাখতে এই প্রচেষ্টা বলে জানা যায়।
রবিবার রাতে হাতিদের এই বৈঠক জলদাপাড়া কন্ট্রোল রুমের কর্মীদের নজরে আসে। সঙ্গে সঙ্গে নিকটবর্তী টিমকে বার্তা পাঠানো হয়। দলটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাতিগুলিকে নিরাপদে বনাঞ্চলের দিকে ফিরিয়ে দেয়। পুরো ঘটনাটিই ক্যামেরায় ধরা পড়ে। যে ভিডিও ভাইরাল হতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মানুষ-বন্যপ্রাণী সংঘাত নিয়ন্ত্রণে জলদাপাড়া ডিভিশনের পক্ষ থেকে প্রতিরাতে একাধিক টিম মোতায়েন থাকে। বিশাল বন সীমানা এবং বৃহৎ তৃণভোজী প্রাণীর ঘন বসতির কারণে এই নজরদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানা যায়।





