Vande Bharat Sleeper Train: হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনের স্টপেজ পেল আলিপুরদুয়ার, কেমন হবে সেই ট্রেনের জার্নি? রইল তথ্যতালাশ
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Vande Bharat Sleeper Train: রইল না কোনও অভিযোগ। হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনের স্টপেজ পেল নিউ আলিপুরদুয়ার স্টেশন। মুখে হাসি আলিপুরদুয়ারবাসীর। শুক্রবার রেলের তরফে নতুন স্টপেজের ঘোষণা হয়। সেখানেই রয়েছে নিউ আলিপুরদুয়ার স্টেশনের নাম।
advertisement
advertisement
advertisement
*বন্দেভারত স্লিপার ট্রেনের স্টপেজ নেই আলিপুরদুয়ারে এই শুনেই মুষড়ে পড়েছিলেন আলিপুরদুয়ারবাসী। গত সপ্তাহের শুক্রবার নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনে বন্দেভারত স্লিপার ট্রেনের স্টপেজের দাবিতে কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে বিভাগীয় রেল প্রবন্ধকের মাধ্যমে চিঠি দিয়েছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল।
advertisement






