Leopard Scare: দিনের বেলাতেও খাঁ খাঁ করে এলাকা, ঘরের বাইরে বেরোতে ভয় পাচ্ছে মানুষ! লেপার্ড আতঙ্কে কাঁটা সাতালি
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Leopard Scare: গ্রামে মানুষজন থাকে না এমনটা নয়, তবে ভয়ে কেউ ঘর ছেড়ে বের হতে চান না। গোটা গ্রাম জুড়ে আতঙ্কের আবহ।
অলিপুরদুয়ার, অনন্যা দেঃ কালচিনি ব্লকের সাতালি এলাকার মানুষদের স্বাভাবিক জীবনযাপন যেন হারিয়ে গিয়েছে।দিনেও নির্জনতা গ্রাস করে এলাকা। গ্রামে মানুষজন থাকে না এমনটা নয়, তবে ভয়ে কেউ ঘর ছেড়ে বের হতে চান না। এই ভয় লেপার্ডের। আগে রাতের বেলায় লেপার্ড দেখা যেত, এখন দিনেও দেখা দিচ্ছে তাঁরা।
লেপার্ড আতঙ্কে একপ্রকার গৃহবন্দি এলাকার বাসিন্দারা। বর্তমানে এভাবেই দিন কাটাচ্ছে আলিপুরদুয়ার জেলার কালচিনির সাতালি মন্ডল পাড়া এলাকার বাসিন্দারা। তাঁদের দাবি, সম্প্রতি রাতের অন্ধকারে এলাকার এক বাসিন্দার উপর হামলা চালায় লেপার্ড। বরাত জোরে প্রাণে বাঁচেন সেই যুবতী। এলাকার এক যুবকের উপর দিনের বেলাতেও হামলা চালিয়েছে লেপার্ড। কোনও প্রকারে ওই যুবক প্রধান সড়কে এসেছে চিৎকার চেঁচামেচি করলে এলাকার বাসিন্দারা ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে।
advertisement
আরও পড়ুনঃ মালদহ থেকে নকশালবাড়িতে ৫০ লক্ষের ডেলিভারি! হাতবদলের আগেই ভেস্তে গেল সব, হাতেনাতে পাকড়াও যুবক
জানা যাচ্ছে, দিনের বেলায় এই এলাকায় লেপার্ড ঘুরতে দেখেছেন অনেকে। এই এলাকা জঙ্গল সংলগ্ন হওয়ায় শীত বাড়তেই লেপার্ডের উপদ্রব বলে খবর। বাড়িতে থাকা গবাদি পশুও নিয়ে যাচ্ছে তাঁরা। ফলে জীবিকা নিয়েও সংশয়ে বাসিন্দারা। সব মিলিয়ে, আতঙ্কে রাতের ঘুম উড়েছে বাসিন্দাদের। বিশেষ কোনও কাজ ছাড়া দিনের বেলাতেও গৃহবন্দী থাকছেন তাঁরা।
advertisement
advertisement
রমিতা চম্প্রামারি নামের এক বাসিন্দা বলেন, “আমাদের এলাকার মানুষেরা পশুপালন, কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। দিনের বেলায় এভাবে লেপার্ড দেখা গেলে আমরা কী করে বাঁচব। যে কোনও দিন দুর্ঘটনা ঘটে যাবে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জঙ্গল সংলগ্ন এলাকায় রাতে বন্যপ্রাণী দেখা যাবে, এটাই স্বাভাবিক বলে মেনে নিয়েছিলেন বাসিন্দারা। কিন্তু দিনের বেলায় লেপার্ডের মত বন্যজন্তু চলে আসছে, যা নিয়ে ছড়িয়েছে আতঙ্ক। এলাকাবাসীরা সবসময় ঘরে শব্দ বাজি মজুত করে রাখছেন। এলাকায় বাজি পুড়তে থাকলে আরও বেশি সতর্ক হয়ে যান বাসিন্দারা। বন দফতরের কাছে শীঘ্রই লেপার্ডটিকে খাঁচাবন্দি করার দাবি জানাচ্ছেন স্থানীয়রা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
Jan 10, 2026 12:50 PM IST







