এদিন সকালে দেখা গেলো জমির মালিকরা অবশিষ্ট ক্ষেতে যা ফসল ছিল তা কেটে ফেলছে। এই বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক নেপাল দাস জানান,\"যা ছিল ফসল সব শেষ। তাই দুঃখে অবশিষ্ট ফসল কেটে দিচ্ছি। কেননা এই অল্প ফসল টুকো থাকলে পুনরায় হাতি এসে হানা দেবে। তাই ফসল কেটে ফেলছি। প্রতি রাতে বুনো হাতির দল গ্ৰামে প্রবেশ করে।
advertisement
আরও পড়ুনঃ ফালাকাটায় পঞ্চায়েতের উদ্যোগে স্বনির্ভর মহিলাদের সেলাই প্রশিক্ষণ
আর এই দলে ২০ টি অথবা ৫০ টি বুনো হাতি গ্ৰামে প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালায় । বুনো হাতির হানায় এলাকার সবাই আতঙ্কিত। বাসিন্দারা জানান এবছর হাতির হানা বেশি পরিমাণে হচ্ছে পূর্বে ও হাতির হানা হত কিন্ত এত বেশি পরিমাণে হত না। এলাকার বাসিন্দাদের অভিযোগ রাতে গ্ৰামে বুনো হাতির দল প্রবেশ করলেও বনদফতরের দেখা মেলে না।
আরও পড়ুনঃ রাস্তার ওপর হুড়মুড়িয়ে ভাঙল বটগাছ, যোগাযোগ বন্ধ কালচিনি-রাঙামাটির
বুনো হাতির দল তাণ্ডব চালিয়ে চলে যাওয়ার পর সকালে বনকর্মীরা আসে এলাকায় পরিদর্শন করতে। সেসময় সব শেষ হয়ে যায়। যদিও এবিষয়ে বন দফতরের পক্ষ থেকে কেউ মন্তব্য করেননি।
Ananya Dey