TRENDING:

Alipurduar: মাদারিহাটের ভুট্টা ক্ষেতে তাণ্ডব চালাল ৪০টি বুনো হাতির দল

Last Updated:

চল্লিশটি হাতির একটি দল গ্ৰামে প্রবেশ করে তাণ্ডব চালালো। নষ্ট করে দিল কয়েক বিঘা জমির ফসল। মনের দুঃখে অবশিষ্ট জমির ফসল ও কেটে ফেলল জমির মালিক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: চল্লিশটি হাতির একটি দল গ্ৰামে প্রবেশ করে তাণ্ডব চালালো। নষ্ট করে দিল কয়েক বিঘা জমির ফসল। মনের দুঃখে অবশিষ্ট জমির ফসল ও কেটে ফেলল জমির মালিক। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট ব্লকের মেঘনাদ সরণী এলাকায়। বৃহস্পতিবার গভীর রাতে জলদাপাড়া জাতীয় উদ‍্যানের জঙ্গল থেকে চল্লিশটি হাতির একটি দল মাদারিহাটের মেঘনাদ সরণীতে প্রবেশ করে। হাতির দলটি এলাকার বাসিন্দাদের কয়েক বিঘা জমির ভুট্টা নষ্ট করে। শুক্রবার সকাল অবধি হাতির দলটি এলাকায় তাণ্ডব চালায়। তারপর আবার জঙ্গলে ফিরে যায়।
advertisement

এদিন সকালে দেখা গেলো জমির মালিকরা অবশিষ্ট ক্ষেতে যা ফসল ছিল তা কেটে ফেলছে। এই বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক নেপাল দাস জানান,\"যা ছিল ফসল সব শেষ। তাই দুঃখে অবশিষ্ট ফসল কেটে দিচ্ছি। কেননা এই অল্প ফসল টুকো থাকলে পুনরায় হাতি এসে হানা দেবে। তাই ফসল কেটে ফেলছি। প্রতি রাতে বুনো হাতির দল গ্ৰামে প্রবেশ করে।

advertisement

আরও পড়ুনঃ ফালাকাটায় পঞ্চায়েতের উদ্যোগে স্বনির্ভর মহিলাদের সেলাই প্রশিক্ষণ

আর এই দলে ২০ টি অথবা ৫০ টি বুনো হাতি গ্ৰামে প্রবেশ করে ব‍্যাপক তাণ্ডব চালায় । বুনো হাতির হানায় এলাকার সবাই আতঙ্কিত। বাসিন্দারা জানান এবছর হাতির হানা বেশি পরিমাণে হচ্ছে পূর্বে ও হাতির হানা হত কিন্ত এত বেশি পরিমাণে হত না। এলাকার বাসিন্দাদের অভিযোগ রাতে গ্ৰামে বুনো হাতির দল প্রবেশ করলেও বনদফতরের দেখা মেলে না।

advertisement

আরও পড়ুনঃ রাস্তার ওপর হুড়মুড়িয়ে ভাঙল বটগাছ, যোগাযোগ বন্ধ কালচিনি-রাঙামাটির

বুনো হাতির দল তাণ্ডব চালিয়ে চলে যাওয়ার পর সকালে বনকর্মীরা আসে এলাকায় পরিদর্শন করতে। সেসময় সব শেষ হয়ে যায়। যদিও এবিষয়ে বন দফতরের পক্ষ থেকে কেউ মন্তব্য করেননি।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Ananya Dey

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar: মাদারিহাটের ভুট্টা ক্ষেতে তাণ্ডব চালাল ৪০টি বুনো হাতির দল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল