ঘর থেকে বেড়িয়ে আসেন সঞ্জয়ের বাবা বাবলু মির্ধাও। আর সেই সময়ই বাবলুবাবু পড়ে যান দাঁতালের সামনে। আর মুহূর্তেই দাঁতাল তার তাঁর ওপর আক্রমণ করে। হাতিটি পাশের বাড়ির উঠোনে প্রথমে তাঁকে শুঁড়ে তুলে আছাড় মারে। পরে দাঁতালটি দৌড়ে এসে পা দিয়ে পিষে দেয় বাবুল মির্ধাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবলু মির্ধার। এরপরই প্রতিবেশীরা ঘটনাস্থলে আসতেই উন্মত্ত হাতিটি জঙ্গলের দিকে চলে যায়। জলদাপাড়া জাতীয় উদ্যানের পক্ষ থেকে জানা গিয়েছে ওই পরিবার সরকারি নিয়মে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন।
advertisement
আরও পড়ুনঃ ফের মুল্যবান কাঠ পাচারের ছক! ভেস্তে দিলেন বনকর্মীরা
পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে। এই ঘটনার পর আতঙ্কিত সকলেই। টাস্ক ফোর্স গঠিত হয়েছে ঠিকই।কিন্তু হাতি গ্রামে প্রবেশ করলে তাদের দেখা মেলেনা কেন? প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা। হাতিগুলি যখন তখন গ্রামে ঢুকে পড়ে। এভাবে যদি হাতি প্রতিনিয়ত আক্রমণ চালাতে থাকে তাহলে অন্যত্র তাদের চলে যেতে হবে বলে জানিয়েছেন তারা।
Annanya Dey