Offbeat Destination: নির্জনতাকে সঙ্গী করে প্রিয় মানুষটির সঙ্গে ২ দিন ছুটি কাটাবেন! উত্তরবঙ্গের এই পাহাড়ি রিসর্টে প্রেম আরও জমবে, সঙ্গে বনফায়ার, ক্যান্ডেল লাইট ডিনার
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Alipurduar Offbeat Tourist Spot: অলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্ত ঘেঁষা গেরিগাঁও গ্রামে পর্যটকদের সংখ্যা বাড়ছে। চাপ সামলাতে বাড়ানো হচ্ছে কটেজ সংখ্যা। রাতে বনফায়ার, ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা রয়েছে।
কালচিনি, আলিপুরদুয়ার, অনন্যা দে: নতুন বছরের শুরুতে পর্যটকদের উপচে পড়া ভিড় অলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্ত ঘেঁষা গেরিগাঁও গ্রামে। পর্যটকদের ভিড় দেখে বাড়ছে এই গ্রামে রাজ্য সরকারের তৈরি একমাত্র রিসর্টের কটেজের সংখ্যাও।
২০২০ সালে করোনা কালে ভুটান গেট বন্ধ হওয়ায় প্রভাব পড়েছিল জয়গাঁর বাসিন্দাদের কর্মসংস্থানে। সে সময় গ্রামবাসীরা কর্মসংস্থানে লক্ষ্যে এই পাহাড়ি গ্রামের সৌন্দর্যায়নের কাজে হাত লাগান।পর্যটকদের আনাগোনা বাড়ায় গত ২০২২ সালে পাহাড়ের ধাপে ধাপে রাজ্য সরকারের তরফে তৈরি করা হয় একটি রিসর্ট। যেখানে ছিল চারটি কটেজ। পর্যটকদের সংখ্যা বাড়ায় সেই কটেজ সংখ্যা এসে দাঁড়িয়েছে সাতটিতে বর্তমানে।
advertisement
আরও পড়ুনঃ শীতের রাতে মন্দিরের তালা ভেঙে দুঃসাহসিক চুরি! শিবের সোনার চোখ, ত্রিশূল, সাপ উধাও, কুলপিতে শোরগোল
বাসিন্দারা জানান, যে গ্রামে আগে কেউ ফিরে দেখত না, সেই গ্রাম বর্তমানে পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র বিন্দু। এই গ্রাম থেকেই ভুটান, জয়গাঁ-সহ তার আশপাশের শহর ও গ্রাম দৃশ্যমান।এভাবেই পর্যটকদের আনাগোনা বাড়লে এই গ্রাম আরও সেজে উঠবে এবং বহু মানুষ কর্মসংস্থান পাবে বলেও দাবি বাসিন্দাদের।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই রিসোর্টটি এলাকার এক পর্যটন ব্যবসায়ীকে দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। বীর লামা নামের ওই পর্যটন ব্যবসায়ী জানান, “পাহাড়ের এই নির্জন স্থান সকলের খুব পছন্দ হচ্ছে দেখে আমি খুব খুশি। পর্যটক এসে যেভাবে ছুটি কাটাতে চান সেভাবেই ব্যবস্থা করা হয়।” জানা যায় কলকাতা-সহ বিভিন্ন জেলা থেকে পর্যটকরা আসছেন এই পাহাড়ি রিসর্টটিতে। রাতে বনফায়ার, ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা রয়েছে। নির্জনতাকে সঙ্গী করে কাছের মানুষদের সঙ্গে কাটান সময়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Alipurduar,Jalpaiguri,West Bengal
First Published :
Jan 09, 2026 12:36 PM IST








