TRENDING:

Vande Bharat Sleeper Train: হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনের স্টপেজ পেল আলিপুরদুয়ার, কেমন হবে সেই ট্রেনের জার্নি? রইল তথ্যতালাশ

Last Updated:
Vande Bharat Sleeper Train: রইল না কোনও অভিযোগ। হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনের স্টপেজ পেল নিউ আলিপুরদুয়ার স্টেশন। মুখে হাসি আলিপুরদুয়ারবাসীর। শুক্রবার রেলের তরফে নতুন স্টপেজের ঘোষণা হয়। সেখানেই রয়েছে নিউ আলিপুরদুয়ার স্টেশনের নাম।
advertisement
1/5
হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনের স্টপেজ পেল আলিপুরদুয়ার, কেমন হবে ট্রেন জার্নি?
*আলিপুরদুয়ার, অনন্যা দে: রইল না কোনও অভিযোগ। হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনের স্টপেজ পেল নিউ আলিপুরদুয়ার স্টেশন। মুখে হাসি আলিপুরদুয়ারবাসীর। শুক্রবার রেলের তরফে নতুন স্টপেজের ঘোষণা হয়। সেখানেই রয়েছে নিউ আলিপুরদুয়ার স্টেশনের নাম।
advertisement
2/5
*নতুন বছরেই বাংলা পেয়েছে বড় উপহার। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হবে পশ্চিমবঙ্গ থেকেই। হাওড়া থেকে অসমের কামাখ্যা পর্যন্ত ছুটবে এই ট্রেন। বন্দে ভারত এক্সপ্রেসেরই আপগ্রেডেড ভার্সন হল বন্দে ভারত স্লিপার। এই ট্রেনে যাত্রীরা শুধু বসে নয়, শুয়ে যেতে পারবেন।
advertisement
3/5
*রেল সূত্রে জানা গিয়েছে, নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনে মোট ১৬টি কামরা থাকবে। জানা গিয়েছে, ১৬ কামরার মধ্যে ১১ কামরাই এসি ৩ টায়ার হবে। ৪টি এসি ২ টায়ার কোচ এবং একটি এসি ফার্স্ট ক্লাস কোচ থাকবে। মোট ৮২৩ জন যাত্রী সফর করতে পারবেন এই ট্রেনে।
advertisement
4/5
*বন্দেভারত স্লিপার ট্রেনের স্টপেজ নেই আলিপুরদুয়ারে এই শুনেই মুষড়ে পড়েছিলেন আলিপুরদুয়ারবাসী। গত সপ্তাহের শুক্রবার নিউ আলিপুরদুয়ার রেল স্টেশনে বন্দেভারত স্লিপার ট্রেনের স্টপেজের দাবিতে কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে বিভাগীয় রেল প্রবন্ধকের মাধ্যমে চিঠি দিয়েছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল।
advertisement
5/5
*এক সপ্তাহের মধ্যে খুশির খবর মিলতেই উচ্ছসিত সকলে। বিধায়ক সুমন কাঞ্জিলাল জানান, "এই ট্রেন দ্রুত একটি ট্রেন। কাজ, চিকিৎসা ক্ষেত্রে সকলের সুবিধা হবে। আমরা খুশি।"
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Vande Bharat Sleeper Train: হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনের স্টপেজ পেল আলিপুরদুয়ার, কেমন হবে সেই ট্রেনের জার্নি? রইল তথ্যতালাশ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল