Bird Festival: বিরল পাখির স্বর্গরাজ্য এখন বক্সা, জয়ন্তীর জঙ্গলে দেশ-বিদেশের বিশেষজ্ঞদের ভিড়! দেখলে চোখ জুড়িয়ে যাবে

Last Updated:
Alipurduar Bird Festival: ৩০০ প্রজাতির পাখি চিহ্নিত করা লক্ষ্য। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের জয়ন্তীতে চলছে পাখি উৎসব।
1/5
৩০০ প্রজাতির পাখি চিহ্নিত করা লক্ষ্য। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের জয়ন্তীতে চলছে পাখি উৎসব। এবারের পাখি উৎসবে অংশগ্রহণ করেছেন দেশের বিভিন্ন প্রান্তের ১৫ জন পাখি বিশেষজ্ঞ, যাঁদের মধ্যে ৯ জন মহিলা। (ছবি ও তথ্য - অনন্যা দে)
৩০০ প্রজাতির পাখি চিহ্নিত করা লক্ষ্য। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের জয়ন্তীতে চলছে পাখি উৎসব। এবারের পাখি উৎসবে অংশগ্রহণ করেছেন দেশের বিভিন্ন প্রান্তের ১৫ জন পাখি বিশেষজ্ঞ, যাঁদের মধ্যে ৯ জন মহিলা। (ছবি ও তথ্য - অনন্যা দে)
advertisement
2/5
২০১৭ সালে প্রথম এই ধরনের উদ্যোগ নেওয়া হয়। তারপর টানা সাত বছর চলেছিল বক্সা পাখি উৎসব। তবে গতবছর উৎসবের প্রস্তুতি শুরু হলেও শেষবেলায় কর্মসূচি বাতিল হয়। ফলে এই উদ্যোগ অষ্টম বর্ষে পা দিয়েছে।
২০১৭ সালে প্রথম এই ধরনের উদ্যোগ নেওয়া হয়। তারপর টানা সাত বছর চলেছিল বক্সা পাখি উৎসব। তবে গতবছর উৎসবের প্রস্তুতি শুরু হলেও শেষবেলায় কর্মসূচি বাতিল হয়। ফলে এই উদ্যোগ অষ্টম বর্ষে পা দিয়েছে।
advertisement
3/5
বক্সা ব্যাঘ্র-প্রকল্পের পূর্ব ডিভিশনের জয়ন্তী রেঞ্জ অফিসের পাশে উৎসবের মূল অনুষ্ঠান চলছে। যাঁরা উৎসবে অংশ নিয়েছেন এখানে তাঁরা রাতে থাকছেন। এখানেই করা হয়েছে বেস ক্যাম্প।
বক্সা ব্যাঘ্র-প্রকল্পের পূর্ব ডিভিশনের জয়ন্তী রেঞ্জ অফিসের পাশে উৎসবের মূল অনুষ্ঠান চলছে। যাঁরা উৎসবে অংশ নিয়েছেন এখানে তাঁরা রাতে থাকছেন। এখানেই করা হয়েছে বেস ক্যাম্প।
advertisement
4/5
এছাড়া বিভিন্ন বিষয়ে শিবির অনুষ্ঠিত হয়েছে। ২০২৩ সাল পর্যন্ত পাখি উৎসবের ক্যাম্পিং গ্রাউন্ড ছিল রাজাভাতখাওয়া। তবে ২০২৪ সাল থেকে জয়ন্তীতে ক্যাম্প করা হয়। শেষ পাখি উৎসবে প্রায় ২৫০ টি পাখির সন্ধান পাওয়া গিয়েছিল।
এছাড়া বিভিন্ন বিষয়ে শিবির অনুষ্ঠিত হয়েছে। ২০২৩ সাল পর্যন্ত পাখি উৎসবের ক্যাম্পিং গ্রাউন্ড ছিল রাজাভাতখাওয়া। তবে ২০২৪ সাল থেকে জয়ন্তীতে ক্যাম্প করা হয়। শেষ পাখি উৎসবে প্রায় ২৫০ টি পাখির সন্ধান পাওয়া গিয়েছিল।
advertisement
5/5
এই নিয়ে হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের আহ্বায়ক অনিমেষ বসু বলেন, ‘বক্সার পাখি উৎসব দেশের অন্যতম জনপ্রিয়। বক্সা পাখিদের স্বর্গরাজ্য। আমরা চাই, প্রতিবছর উৎসব হোক।
এই নিয়ে হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের আহ্বায়ক অনিমেষ বসু বলেন, ‘বক্সার পাখি উৎসব দেশের অন্যতম জনপ্রিয়। বক্সা পাখিদের স্বর্গরাজ্য। আমরা চাই, প্রতিবছর উৎসব হোক।" (ছবি ও তথ্য - অনন্যা দে)
advertisement
advertisement
advertisement