ওই ঘটনার পর থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা না গেলেও সকালে জানা গেছে তিনজনই নিরাপদে আছেন। গতকালই ওই তিন জনকে সেনাবাহিনী কপ্টারে উদ্ধার করে নিরাপদে বেস ক্যাম্পে নিয়ে গিয়েছেন। ঘটনার খবর পেয়ে আলিপুরদুয়ারে সজল বাবুর বাড়িতে খোঁজখবর নিতে এসেছিলেন আলিপুরদুয়ার পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু দেবনাথ।তিনি পরিবারের সঙ্গে কথা বলেন।পাশে থাকার বার্তা দেন।
advertisement
আরও পড়ুনঃ যন্ত্রের মাধ্যমে দক্ষিণ লতাবাড়িতে ধানের চারা রোপন, বাড়বে ফলনও
অবিরাম বৃষ্টির জেরে পাহাড় থেকে ধস নেমে আসে। এর জেরে ২৫টি তাঁবু এবং তীর্থযাত্রীদের খাবার পরিবেশন করা তিনটি তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ, এনডিআরএফ এবং নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করেছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। ৩০ জুন শুরু হওয়ার পর থেকেই বারবার চ্যালেঞ্জের মুখে অমরনাথ যাত্রা।
আরও পড়ুনঃ ড্রাগন ফলের চাষ করছেন পাতলাখাওয়ার কৃষক বিজয় বর্মণ
বিরূপ আবহাওয়ার জন্য দিন দুয়েক আগে যাত্রা স্থগিত করে দেয় স্থানীয় প্রশাসন। পুন্যার্থীদের পহলগামের নুনওয়ান বেস ক্যাম্প থেকে আগে যেতে দেওয়া হচ্ছে না বলে জানান আধিকারিকরা। আবহাওয়ার উন্নতি হওয়ায় শুক্রবার থেকেই ফের অমরনাথ গুহা দর্শনে রওনা হওয়ার অনুমতি পান পুন্যার্থীরা। মেঘভাঙা বৃষ্টি ফের বাঁধা হয়ে দাঁড়াল অমরনাথ যাত্রায়।
Annanya Dey