যদিও এ নিয়ে সভাধিপতি শীলা দাস সরকারের দাবি, এই সার্ভে তিন-সাড়ে তিন বছর আগে হয়েছিল। আমার ভাই তখন কর্মরত ছিলনা। ২০২১ সালে চাকরি পায়। যারা সার্ভে করতে গিয়েছিল তাদের কাগজপত্র দেয়নি। এবার ওর নাম উঠেছে। আমি জানিয়েছি,আমাদের ঘর দরকার নেই। নাম থাকলেই যে ঘর পাবে এটা ভিত্তিহীন। যে উপযুক্ত সেই ঘর পাবে। যারা সার্ভে করতে এসেছিল তাঁদের বলেছি ভাইয়ের ঘরের প্রয়োজন নেই।
advertisement
আরও পড়ুন : এই শীতে নয়া ডেস্টিনেশন! দুদিনের পর্যটন মেলায় ঢুঁ দিয়ে আসুন, জানুন দিনক্ষণ
আরও পড়ুন : পঞ্চায়েত নির্বাচনের আগে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার হরিহরপাড়ায়, গ্রেফতার ১
সার্ভের লোকজনকে বাড়িতে যেতে মানা করেছি। সভাধিপতি সাফ জানান, একটা ভুল হয়েছে। যা শুধরে নেওয়ার জন্য বলা হয়েছে। এদিকে সভাধিপতি শীলা দাস সরকারের ভাই দীপেন সরকার এর সাফাই সার্ভে কিভাবে হলো জানি না। যাঁরা করেছে তারাই জানে। এই সার্ভে ছেলেখেলা ছাড়া কিছুই নয়। তাঁর সাফাই আবাস যোজনার ঘর দিন দরিদ্ররা পাক সেটা দেখা উচিত। আমি চাকরি করি। ভালো করে তদারকি করা উচিত ছিল।আমার ঘর যাতে না আসে সেজন্য বলেছি। তিনি প্রশ্ন তোলেন ঘর পেলে কোথায় ঘর তৈরি হবে? সেই জায়গা আমার নেই। তাই আমার নাম কেটে দেওয়া উচিত।
Annanya Dey