Siliguri News: এই শীতে নয়া ডেস্টিনেশন! দুদিনের পর্যটন মেলায় ঢুঁ দিয়ে আসুন, জানুন দিনক্ষণ
Last Updated:
১৭ ও ১৮ই ডিসেম্বর আয়োজিত হতে চলেছে জাতীয় স্তরের পর্যটন মেলা
#শিলিগুড়ি: দুদিন ব্যাপী পর্যটন মেলা চালু হল শিলিগুড়িতে। ১৭ ও ১৮ই ডিসেম্বর শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে জাতীয় স্তরের পর্যটন মেলা যা আয়োজিত করা হবে মাটিগাড়ার একটি বেসরকারি শপিং মলে। এক সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন সংস্থার সদস্যরা।
এদিনের বৈঠকে সংস্থার সদস্যরা জানান, এই বছরের পর্যটন মেলায় পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দফতর আয়োজক হিসেবে থাকছে। এইবারের পর্যটন মেলায় পর্যটকদের পাশাপাশি থাকছে বিভিন্ন পর্যটন সংস্থার সদস্যারা যারা উত্তরের পর্যটন শিল্পের পাশাপাশি অন্যান্য রাজ্যের পর্যটন শিল্পকেও তুলে ধরবে এই মেলায়। এছাড়াও পর্যটকরা ভ্রমণ সংক্রান্ত সমস্ত বিষয় জানার পাশাপাশি মেলা থেকেই ভ্রমণের জন্য বুকিং করতে পারবে।
advertisement
advertisement
এদিন অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজম এর আহ্বায়ক রাজ বসু বলেন, "আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর মেলার আয়োজন করা হয়েছে। এইবারের পর্যটন মেলায় প্রথমবার পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দফতর আয়োজক হিসেবে থাকছে। দুদিনের পর্যটন মেলায় পর্যটকদের পাশাপাশি বিভিন্ন পর্যটন সংস্থার সদস্যরা উত্তরের পর্যটন শিল্পের পাশাপাশি বিভিন্ন রাজ্যের পর্যটন শিল্পকে তুলে ধরবেন। পাশাপাশি পর্যটকরা তাঁদের ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সরাসরি জানতে পারবেন। শুধু তাই নয় থাকবে বুকিংয়ের ব্যবস্থাও।"
advertisement
এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ব্লু আই ইন্ডিয়ার প্রজেক্ট ডিরেক্টর সুব্রত ভৌমিক, হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল, ইস্টার্ন হিমালয়া ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি সন্দীপন ঘোষ,অ্যাসোসিয়েশন ফর কনজারভেশন অ্যান্ড ট্যুরিজম এর আহ্বায়ক রাজ বসু সহ অন্যান্যরা।
advertisement
অনির্বাণ রায়
view commentsLocation :
First Published :
December 18, 2022 10:54 PM IST