Murshidabad News : পঞ্চায়েত নির্বাচনের আগে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার হরিহরপাড়ায়, গ্রেফতার ১
- Published by:Aryama Das
- hyperlocal
Last Updated:
Murshidabad News : পঞ্চায়েত নির্বাচনের যতই এগিয়ে আসছে ততই বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে মুর্শিদাবাদ জেলাতে
#মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলাতে ফের উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে ততই বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে মুর্শিদাবাদ জেলাতে। আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল হরিহরপাড়া থানার পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যেয় মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার প্রতাপপুর ইট ভাটা এলাকায় গোপন সূত্রে অভিযান চালান হরিহরপাড়া থানার আইসি অমিত নন্দীসহ তাঁর টিম। তল্লাশি চালিয়ে এক ব্যাক্তির কাছ থেকে উদ্ধার করেন দুটি পাইপগান সহ দুই রাউন্ড গুলি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম হাসিবুর সেখ (৩৮)। তাঁর বাড়ি হরিহরপাড়া ভবানিপুর এলাকায়। ধৃত ব্যক্তিকে শনিবার পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা আদালতে তোলা হয়। কী কারনে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল তার তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন : বিশ্বকাপ ফাইনালের সন্ধ্যেয় উরফির প্রোফাইলে ঢুঁ মারলেই নয়া চমক! পোশাকে সিঙাড়া না পিৎজা? দেখে নিন
advertisement
তবে শুধু হরিহরপাড়াতে নয়, চলতি সপ্তাহে ডোমকল ও রেজিনগরে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র।গত তিনদিন আগে বুধবার সন্ধ্যা বেলায় মুর্শিদাবাদ পুলিশ জেলার ডোমকল থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল থানার এলাকায় অভিযান চালিয়ে তিন জন ব্যাক্তিকে আটক করে এবং তাঁদের হেফাজত থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও পাঁচটি গুলি উদ্ধার করা হয় এবং পরে তাঁদের গ্রেফতার করা হয়। পাশাপাশি সেইদিন রেজিনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রেজিনগর থানা এলাকায় অভিযান চালিয়ে এক ব্যাক্তিকে আটক করে এবং তল্লাশি করে তার হেফাজত থেকে ১টি আগ্নেয়াস্ত্র ও একটি গুলি উদ্ধার করেন এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
advertisement
তবে এক সপ্তাহে ডোমকল ও রেজিনগরের পর হরিহরপাড়ায় আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন বলে জানা গিয়েছে।
কৌশিক অধিকারী
Location :
First Published :
December 18, 2022 9:55 PM IST
বাংলা খবর/ খবর/মুর্শিদাবাদ/
Murshidabad News : পঞ্চায়েত নির্বাচনের আগে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার হরিহরপাড়ায়, গ্রেফতার ১